
ফের ঢাকতে চলেছে চাঁদ। শুরু হবে গ্রহণ। পৃথিবীর বহু দেশ থেকে চন্দ্র গ্রহণ দেখা যাবে। এটাই চলতি বছরের প্রথম গ্রহণ। জেনে নেওয়া যাক এই গ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে।
আজ, ১৬ মে চন্দ্র গ্রহণ। গত মাসের শেষদিনে সূর্য গ্রহণ হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী ১ মে। সপ্তাহ দুই অতিক্রম হতে না হতেই ফের গ্রহণ।
সার্বিকভাবে পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, আন্টার্টিকা, আন্টলান্টিক মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এদিনের চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। যদিও ভারত থেকে গ্রহণ সেই অর্থে দেখা যাবে না বলেই বিজ্ঞানীরা জানাচ্ছেন। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ১ টা ৩০ মিনিট আট সেকেন্ড থেকে গ্রহণ শুরু হবে। চলবে সকাল ছ’টা ৫২ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










