Tigers adopt: SBI বাঘ পুষছে! ব্যাংক নিল দত্তক

সুন্দরবনের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। অথচ এই সুন্দরবনে বাঘের (Tigers) আক্রমণে প্রত্যেক বছর বহু মানুষ প্রাণ হারান। কখনো খাদ্যের অভাবে বাঘ জনবসতিতে এসে মানুষের উপর আক্রমণ করে।

Tigers adopt SBI

সুন্দরবনের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। অথচ এই সুন্দরবনে বাঘের (Tigers) আক্রমণে প্রত্যেক বছর বহু মানুষ প্রাণ হারান। কখনো খাদ্যের অভাবে বাঘ জনবসতিতে এসে মানুষের উপর আক্রমণ করে। আবার কখনো মানুষ বাঘের এলাকায় পৌঁছে গেলে বাঘ তাদের উপর হামলা করে। এবার দক্ষিণ ২৪ পরগণার ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘ দত্তক নিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘ সোহাম, সোহিনী ও সুন্দরের দায়িত্ব নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর সঙ্গেই বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

   

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা এদিন তিনটি বাঘকে দত্তক নেওয়ার পর জানালেন, এই বর্ষার সময় সুন্দরবনে এসে আরো সুন্দর লাগছে। আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের সঙ্গে যুক্ত হয়ে গর্ববোধ করছি। আমরা তিনটি বাঘ এক বছরের জন্য দত্তক নিচ্ছি। এর সঙ্গেই কুড়িটি পরিবার যাদের বাড়ির সদস্য বাঘের হামলায় মারা গিয়েছে এক বছরের জন্য ইন্সুরেন্স দিচ্ছি।

পেটের দায়ে সুন্দরবনের মানুষকে জঙ্গলে যেতে হয়। কখনও মাছ, কাঁকড়া ধরার জন্য বা মধু সংগ্রহের কারণে। যেখানে গিয়ে বাঘের হাতে প্রাণ হারায় বহু মানুষ। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাহায্যের হাত পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দরিদ্র অসহায় মানুষেরা।