Snake vs Spider: বিষধর সাপকে যুদ্ধে হারিয়ে মেরে ফেলে মাকড়সা

আশেপাশে একটু চোখ বুলালেই আমরা মাকড়সা বা মাকড়সার জাল দেখতে পাই। কিন্তু আপনি কি জানেন এই মাকড়সা খেয়ে নিতে পারে বিষধর সাপকেও। যে সাপ দেখে…

আশেপাশে একটু চোখ বুলালেই আমরা মাকড়সা বা মাকড়সার জাল দেখতে পাই। কিন্তু আপনি কি জানেন এই মাকড়সা খেয়ে নিতে পারে বিষধর সাপকেও। যে সাপ দেখে আমরা আঁতকে উঠি। সেই বড় সাপকে শেষ করে দিতে পারে ছোট্ট মাকড়সা। অনেকে ভাবতে পারেন এটা কোনো বড় প্রজাতির মাকড়সা হবে। কিন্তু শুনতে অবাক লাগলেও, ছোট মাকড়সার মধ্যেই সাপ খাওয়ার প্রবণতা বেশি থাকে।

গবেষণা বলছে সাপ খেকো মাকড়সার অস্তিত্ব আন্টার্টিকা ছাড়াও পৃথিবীর আরও ছয়টি দেশে পাওয়া গেছে। মাকড়সার মধ্যে এমন অদ্ভুত বৈশিষ্ট্যের সন্ধান পেয়ে বিজ্ঞানীরা রীতিমতন অবাক হয়ে গিয়েছেন। অবাক হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। মাকড়সার মতো ছোটখাটো একটি প্রাণী বিষধর সাপের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে। তাদের হত্যা করে। তারপর সাপটির মাংস খেয়ে নেয়। বলতে গেলে ব্যাপারটা কিছু অস্বাভাবিকই বটেই।

   

গবেষক নিপেলার এবং তার সহযোগীরা সারা পৃথিবীর ৩২ টি মাকড়সার প্রজাতি এবং ৪৯ টি সাপের প্রজাতি নিয়ে গবেষণা করছেন। এর মাধ্যমে তারা নিশ্চিত হন মাকড়সা বড় সাপের থেকে দূরত্ব বজায় রেখেই চলে। তারা মূলত নয় থেকে দশ ইঞ্চি লম্বা সাপের উপর আক্রমণ করে। এই সাপগুলোকে বড় প্রজাতির সাপ বলা চলে।

আশ্চর্যের বিষয় হলো, গবেষণা বলছে সাপ ও মাকড়সার যুদ্ধে বেশিরভাগ সময় মাকড়সারই জিতে যায়। গবেষণায় সাপ খেকো মাকড়সাদের শিকারের কৌশলও উঠে এসেছে। মাকড়সা সাপকে আক্রমণের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার জালকে। অত্যন্ত নিপুণভাবে সাপকে ওই জালের মধ্যে আটকে ফেলে মাকড়সা। যা কেটে বের হওয়া সাপের পক্ষে সম্ভব হয় না। সাপটি যতই বিষধর হোক না কেন তাতে মাকড়সার কোন ভয় নেই। সে দক্ষ শিকারির মতো তার নিজের কাজ করে যায়। সাপটিকে জালের মধ্যে কিছুক্ষণ আটকে দেওয়ার পরেই। মাকড়সার বিষে সাপটি মারা যায়।

Advertisements

নিজের ঘরে ঘুরে বেড়ানো মাকড়সাকে দেখে মনে প্রশ্ন জাগতেই পারে এই মাকড়সা কিনা একটা বিষধর সাপকে মেরে ফেলবে ? আসলে বিষ শুধু সাপের নেই। মাকড়সারও বিষ থাকে। ব্ল্যাক উইডো, কবওয়েব স্পাইডার, অস্ট্রেলিয়ান রেডবাক স্পাইডার, ট্যারেন্টুলা মাকড়সা নিজেদের থেকে বেশ কয়েক গুণ বড় সাপকে শিকার করে খায়।

বিশ্বের সবচেয়ে বেশি বিষধর মাকড়সা বাস করে অস্ট্রেলিয়ায়। তবে সেখানে ১৯৮০ সালের পর থেকে মাকড়সার আক্রমণে কোন মৃত্যু বা কোন গুরুতর অসুস্থতার খবর পাওয়া যায়নি। মাকড়সার মধ্যে সবথেকে বিষধর হলো লাজ অফ ওয়েবার স্পাইডার। এর শরীর তিন ইঞ্চি বা তার থেকে বেশি কিছুটা লম্বা হলেও মাকড়সাটি যখন লম্বা লম্বা পা ফেলে ধরে তা তখন একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জা থেকেও বড় হয়ে যায়।

এই মাকড়সাটি বেশিরভাগ সময় পাখি বা বাদুর ধরে খায়। একবার এর জালে আটকে পড়লে তার থেকেও কয়েক গুন বড় বিষধর সাপও তাদের খাদ্যে পরিণত হয়। মাকড়সার শিকারের এই দক্ষতা যে কাউকেই অবাক করে। অস্ট্রেলিয়ার বাসিন্দা রবিন ম্যাককেলোন ২০১৯ সালে এরকমই একটি বিরল যুদ্ধের ভিডিও সবার সামনে এনেছিলেন।যা দেখে অবাক হয়ে যায় গোটা বিশ্ব।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News