Bigg Boss 13: ভক্তদের চমকে দিয়ে কঙ্গনার কাছে ডেটিং চাইলেন ভাইজান

শুরু হয়েছে সলমন খান সঞ্চালিত সব থেকে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস।তবে সদ্য মুক্তি পাওয়া এক প্রোমোতে দেখা গেল সঞ্চালনার কাজে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাওয়াত।…

Salman

শুরু হয়েছে সলমন খান সঞ্চালিত সব থেকে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস।তবে সদ্য মুক্তি পাওয়া এক প্রোমোতে দেখা গেল সঞ্চালনার কাজে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাওয়াত। যা নিয়ে এখন চর্চাও তুঙ্গে। আসলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি বিগ বস ১৭-এর সেটে গিয়েছিলেন তাঁর ছবি তেজসের প্রচারের জন্য। কঙ্গনা উপস্থাপক সালমান খানের সঙ্গে কথা বলেন, এমনকি সলমনকে দেখা যায় অভিনেত্রীর সঙ্গে ফ্লার্ট করতেও।

বিগ বস ১৭-এর একটি নতুন প্রোমো সম্প্রতি কালারস চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রোমোতে দেখা যায়, কঙ্গনা রানাওয়াত শোয়ের মঞ্চে সলমনের চরিত্রে অভিনয় করার সময় অনুষ্ঠানটি হোস্ট করার চেষ্টা করেন। কঙ্গনা সলমনকে নকল করে বলেন, ‘হ্যালো, নমস্তে, সালাম। আজ আমি ভারতের সুপরিচিত এবং সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে স্বাগত জানাতে যাচ্ছি। এমন পরিস্থিতিতে সলমন খান প্রবেশ করেন, যা দেখে ভয় পান অভিনেত্রী।

   

এরপর সলমন কঙ্গনাকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমাকেও ছাড়বে না? সলমন আরও বলেন, ‘সেটে যদি কোনও সহ-অভিনেতা আপনার সঙ্গে ফ্লার্ট করেন, তাহলে আপনি কী করেন? এ প্রসঙ্গে নায়িকার বক্তব্য কান পেতে শোনার মতোই। তিনি জানান, ‘ভাইজান’-এর মতো সুপুরুষ কেউ হলে তিনি মন থেকে বিবেচনা করবেন! কঙ্গনার এই উত্তরেই মাত সলমন। এরপর সলমন তার সঙ্গে ফ্লার্ট করে বলেন- তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আগামী ১০ বছর পর তুমি কী করবে। সলমন খান নিজেই তার ফ্লার্টিং দক্ষতা দেখে হেসে ফেলেন। এ ছাড়া দুজনেই মঞ্চে গরবা পরিবেশন করেন।উল্লেখ্য,আগামী ২৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ছবি তেজস।