
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের চোখ ভিজেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন প্রতিবন্ধী বাবা নিজেদের মেয়েকে সাইকেলে করে নিয়ে যাচ্ছেন। এই ভিডিও দেখে সকলে আবেগে ভেসে গিয়েছেন। এমনকি এই ভিডিও শেয়ার করেছেন আইএএস অফিসার আইএএস সোনাল গোয়েল।
তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাবা’। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রতিবন্ধী এক বাবা তাঁর ট্রাই সাইকেলে চড়ে বেড়াচ্ছেন। তার মেয়ে সাইকেলের পেছনে বসে আছে। ছেলে তার সামনে বসে আছে। শিশু এবং বাবা দুজনেই সাইকেল চালাচ্ছেন। একজন লিখেছেন, খুব সাধারণ হলেও এই ভিডিও খুব মন ছুঁয়ে যায়। একই সঙ্গে এক ইউজার লিখেছেন, পৃথিবীতে এমন একজন হলেন বাবা-ই, যিনি নিজের সন্তানের কাছে হেরে যেতে পছন্দ করেন। একইসঙ্গে এক ইউজার লিখেছেন, পৃথিবীর কেউ বাবা-মায়ের জায়গা নিতে পারবে না।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










