Tuesday, October 14, 2025
HomeOffbeat Newsরোদে ঘুমোচ্ছে 'ভূমধ্যসাগরের সন্ন্যাসী' ইউলিয়া, বিশ্বজোড়া কৌতুহল

রোদে ঘুমোচ্ছে ‘ভূমধ্যসাগরের সন্ন্যাসী’ ইউলিয়া, বিশ্বজোড়া কৌতুহল

ইউলিয়াকে রোদ পোহাতে দেখে রীতিমত শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

শান্তিতে রোদে গা পোহাচ্ছে ইউলিয়া। চিন্তায় ঘুম উড়েছে স্বেচ্ছাসেবকদের! কী হল ব্যপারটা?

Advertisements

ইউলিয়া এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউলিয়া একটি বিলুপ্তপ্রায় মেডিটেরিনিয়ান মঙ্ক সিল মাছ! সম্প্রতি তাকে দেখা গেছে ইজরায়েলর শহর তেল আভিভের সৈকতে রোদ পোহাতে।

Advertisements

ইউলিয়াকে রোদ পোহাতে দেখে রীতিমত শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। সে এখন সেলিব্রিটির থেকে কম নয়! গত শুক্রবার ইউলিয়া সিল মাছকে প্রথম বিচে দেখা যায়। ইজরায়েলের নেচার এবং পার্ক্স অথারিটি মাছটিকে ‘ইউলিয়া’ নাম দেয়।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অফ নেচার এই সিল মাছকে ‘এনড্যেনজারড’ আখ্যা দিয়েছে। আর মাত্র ৩৫০ টি মেডিটেরিনিয়ান মঙ্ক সিল মাছ রয়েছে গোটা পৃথিবীতে।

কেন কমে গেল এই সিল মাছের সংখ্যা? সিল মাছের শিকার, মাছ ধরা এবং তাদের আবাস ধ্বংসের কারণে আজ তারা বিলুপ্তির পথে।

এই সিল মাছ সচরাচর ইজরায়েলে দেখা যায়না। তারা ভূমধ্যসাগরের কিছু কিছু এলাকায় বেঁচে থাকতে পারে।

ইউলিয়া যেখানে এখন বিশ্রাম করছে, সেই এলাকাটা ইজরায়েলের নেচার এবং পার্ক্স অথরিটি ঘিরে দিয়েছে। স্বেচ্ছাসেবকরা দূর থেকেই ইউলিয়ার নজর রাখছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments