গান্ধীনগর: হাজারও পাওয়া-না পাওয়ার লড়াইয়ে দেশের নানান প্রান্তে কত মানুষই না কত রকম বিক্ষোভ দেখায়। সরকার বিরোধী ধর্না-অবস্থান, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী বা বসের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ বা জলবায়ু পরিবর্তন কিমবা পথজন্তুদের নিরাপত্তা, আমজনতার ক্ষোভ প্রকাশের অন্যতম মাধ্যম হল ধর্না, বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচী। কিন্তু ফুচকাওয়ালার বিরুদ্ধে ধর্নায় বসার কথা এর আগে হয়ত কেউ শোনেনি।
শুক্রবার এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় নেটদুনিয়া। ১০ টাকায় ফুচকার যুগ শেষ। ২০ টাকা ব্যয় করলে স্থান বিশেষে রাস্তার পাশের ফুচকার দোকানে ফুচকা, গোলগাপ্পা বা পানিপুরির মত চটপটা এবং জনপ্রিয় খাবারের রসাস্বাদন করা যায়। কিন্তু এই ২০ টাকার বিনিময়েই কম ফুচকা দেওয়া নিয়ে ব্যস্ত রাস্তায় ধর্নায় বসে পড়লেন এক মহিলা। শুক্রবার এমনই এক বিরল প্রতিবাদের সাক্ষী থাকল গুজরাটের ভাদোদরার সুরাসাগর এলাকা।
জানা গিয়েছে, ফুচকা ওয়ালার ‘অন্যায্য আচরণে’ ক্ষুব্ধ হয়ে ব্যস্ত রাস্তায় প্রতিবাদ জানাতে গাড়ি চলাচল ব্যহত করে পথে বসে পড়েন এক মহিলা। কেন তাঁকে ২০ টাকায় ৬ টার বদলে মাত্র ৪ টে ফুচকা দেওয়া হয়েছে, এই অন্যায়ের বিচারের দাবিতে রাস্তায় বসে কাঁদতে শুরু করেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মহিলাকে রাস্তা থেকে সরানোর জন্য একজন মহিলা ট্রাফিক পুলিশ তাঁকে অনবরত বোঝানোর চেষ্টা করে।
মহিলার কান্ডকারখানা দেখে আশেপাশে লোক জড়ো হয়ে যায়। বেশ কয়েক ঘন্টা এভাবেই ফুচকার জন্য প্রতিবাদ জানানোর পর স্থানীয় পুলিশ এসে মহিলাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। একজন ভিডিওটি শেয়ার করে লেখেন, “২ টো ফুচকার জন্য সত্যাগ্রহ!” তবে প্রতিবাদ সত্ত্বেও অবশেষে ফুচকা ওয়ালার কাছ থেকে ওই মহিলা দুটো বাড়তি ফুচকা পেয়েছিলেন কিনা তা জানা যায়নি।