পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) বাসে মহিলাদের জন্য বরাদ্দ অংশটি প্রায়ই দখলে থাকে। প্রায়শই মহিলাদের সঙ্গে বাসে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেই থাকে। পাকিস্তানের লাখ লাখ মহিলা এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন।
করাচিতে শুধুমাত্র মহিলাদের জন্য গোলাপী রঙের বাস (Pink Buses) চালু করা হয়েছে। যাতে স্বস্তি পেয়েছেন করাচির মহিলারা। গোলাপী বাসে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, জরুরি বহির্গমন ব্যবস্থা। যাত্রার ভাড়া মাত্র ২৫ সেন্ট, যা বেশিরভাগ মহিলাদের কাছে সহজলভ্য। বেশিরভাগ ক্ষেত্রেই এই গোলাপী বাসে চেপে কাজে যান মহিলারা।
সেখানকার এক মহিলা যাত্রীর কথায়, “এই বাসে উঠলে মহিলাদের পোশাক নিয়ে চিন্তা করতে হয়না। নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা হয়না।” যেখানে সাধারণ বাসে মহিলাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। একাধিক সময় সাধারণ বাসে অপ্রীতিকর কোনো ঘটনায়, মহিলাদের সাহায্য করার কেউ থাকে না।
আরও পড়ুন: Pakistan: একসঙ্গে তিন হিন্দু বোনকে অপহরণের পর জবরদস্তি ধর্মান্তরিত করে বিয়ে
করাচি শহরে ইতিমধ্যে ১৯ টি গোলাপী বাস চালু করা হয়েছে। বিশেষজ্ঞদের কথায়, পরিস্থিতি উন্নত করতে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সরকারের কাজ করা দরকার। এ বিষয়ে আইন রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এ বিষয়ে অনেকেই অভিযোগ করতে চান না। তবে আমাদের মহিলাদের অভিযোগ দায়ের মাধ্যমে সরকারকে আইন প্রয়োগে সাহায্য করতে হবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
