Paranormal Activity: আপনার বাড়িটিতে ভূতের উপদ্রব আছে? ‘এনার্জি’ বোঝার উপায় বললেন ভূত বিশেষজ্ঞ ঈশিতা

আদিত্য ঘোষ , কলকাতা: আপনি কি ভূতে ভয় (Paranormal Activity) পান ? আসলে প্রত্যেকটা বাঙালিই একটু ভূতে ভয় পেতে ভালবাসে। ছোটবেলা থেকে বাঙালি ছেলেমেয়রা একটু…

ishita das sanyal

আদিত্য ঘোষ , কলকাতা: আপনি কি ভূতে ভয় (Paranormal Activity) পান ? আসলে প্রত্যেকটা বাঙালিই একটু ভূতে ভয় পেতে ভালবাসে। ছোটবেলা থেকে বাঙালি ছেলেমেয়রা একটু ভূতের গল্প পড়া কিংবা ভূতের সিনেমা দেখার ইচ্ছে মনের ভিতর ঠিক লুকিয়ে রাখত । আসলে আমরা ভয় পেতে ভালবাসি! আমি বলছি না, মহাপুরুষরা বলে গিয়েছেন। তবে ভূত শব্দে অনেকের আপত্তি! অনেকে বলেন ভূত আবার কী? ভূত বলে কিছু হয় নাকি ?

আজকাল অনেকেই সমাজ মাধ্যমে লিখে থাকেন, ভূত বলে কিছু নেই, সবটাই ‘স্পিরিট’! সেটা আবার কী ? প্রশ্ন আসতেই পারে! অনেকে বলেন, যে বিষয়টা আমরা ছুঁয়ে দেখতে পারি না অথচ যার প্রত্যক্ষ প্রভাব আছে আমাদের জীবনে। বিষয়টা একটু গোলমেলে! আবার অনেকে বলেন, বিষয়টা ‘এনার্জি’! যেখানে নাকি বিজ্ঞানের শেষ সেখানে নাকি এই অজানা জগতের শুরু। kolkata 24×7 এর মুখোমুখি হয়ে বিশিষ্ট ভূত বিশেষজ্ঞ ঈশিতা দাস স্যানাল জানালেন, ” এই বিষয়টা খুবই জটিল। এক কথায় বোঝানো যাবে না। তবে একটি নির্দিষ্ট জায়গায় যদি কোনও এনার্জি থেকে থাকে তাহলে কিন্তু সেটা বোঝার জন্য উপায় আছে।”

   

কী করে বুঝবেন কোনও নির্দিষ্ট জায়গায় ‘এনার্জি’ থাকতে পারে
ঈশিতার কথায় এই বিষয়গুলো কিন্তু একজনের অধিক লোককে অনুভব করতে হবে। নয়ত বিষয়টির গুরুত্ব থাকবে না। এবং এই সমস্ত ঘটনার ক্ষেত্রে কিন্তু বাহ্যিক প্রভাব থাকবে না। অর্থাৎ ঝড়ে আপনার বাড়ির দেওয়ালে টাঙানো ছবিটা নড়ে গেল কিংবা ইঁদুর আপনার বাসন ফেলে দিল সেটা কিন্তু এই বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলি খাটবে না। বিষয়গুলোকে হতে হবে বাহ্যিক কারণ ছাড়া।

১) ধরুন আপনার বাড়িতে কোনও বস্তু নিজে থেকেই অন্যত্র চলে যাচ্ছে কিংবা অথবা অবাস্তব কিছু ঘটছে যেমন বাথ্রুমের জলের কল আপনি থেকে খুলে যাওয়া, প্লেট ভেঙে যাওয়ার মতো ঘটনা কিন্তু ইঙ্গিত দেয় আপনার বাড়িতে অশরীরীর বাস!

২) যদি আপনার কানে ধরা দেয় কেউ নিঃশ্বাস নিচ্ছেন, বা কারুর হাঁটার শব্দ অথবা কিছু বাজার আওয়াজ তাহলে কিন্তু আপনার বাড়িতে ‘এনার্জি’-এর আনাগোনা রয়েছে।

৩) আপনার ঘরে এসি চলছে অথচ আপান্র ঘরম লাগছে! বেশ ঘাম হচ্ছে। অথচ আপনার প্রেশারও নর্মাল! আবার মাঝেমধ্যে আপনার বেশ ঠাণ্ডা লাগছে। তাহলে কিন্তু সেই জায়গায় কোনও এনার্জি থাকার সম্ভবনা আছে।

৪) একজন ভীতু মানুষ এমন একটি জায়গায় যদি হঠাৎ কিছু অন্যরকম আচরণ শুরু করে তাহলে বিষয়টি সত্যি ভয়ের।
৫) আবার খুব কম সময়ে দেখা গিয়েছে, একজন ছায়ামানুষ একটা ঘরে হেঁটে চলেছে। খুবই আবছা একটা ছায়া সারা দেওয়াল জুড়ে। এইসব ক্ষেত্রে সেই স্থানে এনার্জি থাকতে পারে।

(বিশেষ দ্রষ্টব্য- এই বক্তব্যটি বক্তার নিজের। এর সঙ্গে kolkata 24×7-এর কোনও সম্পর্ক নেই। তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। যদি কারুর সঙ্গে ধরনের ঘটনা ঘটে তাহলে আপনার যোগাযোগ করতে ভূত বিশেষজ্ঞ ঈশিতা এবং তাঁর টিমের সঙ্গে। ইরি টেলস -উইথ ডিকেটিভ অফ সুপারন্যাচারাল (eerie tales-with detective supernatural) । চাইলে আপনার যোগাযোগ করতে পারেন 9851424977 এই নম্বরে এবং মেল করতে পারেন [email protected])