সক্রিয় হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ায় অবস্থিত। প্রচণ্ড ভয়ঙ্কর এই আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে লাভা উদগীরণ করতে শুরু করেছে। ওই আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকার বাসিন্দাদের…

সক্রিয় হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ায় অবস্থিত। প্রচণ্ড ভয়ঙ্কর এই আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে লাভা উদগীরণ করতে শুরু করেছে। ওই আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

জানা গিয়েছে, স্লেম্যান ও ক্ল্যাটেন অঞ্চলের বাসিন্দারা পর পর লাভা উদগীরণের আওয়াজ পায়। যা প্রায় ৭ মিনিট ধরে চলে। লাভার কালো ছাই আগ্নেয়গিরির ৬ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ছে বলে খবর।

স্থানীয় বাসিন্দাদের ৩ লোমিটার সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সতর্ক করা হয়েছে বিমানগুলিকেও।

Advertisements

ইন্দোনেশিয়ায় ১৭ হাজার দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে। যদিও সংখ্যাটা এর বেশীও হতে পারে। সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ১৩০। এখানে প্রায়শই আগ্নেয়গিরির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে এই আগ্নেয়গিরির বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু হয়। আজ থেকে ১২ বছর আগে অর্থাৎ ২০১০ সালে ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপির বিস্ফোরণে প্রাণ হারায় শতাধিক মানুষ।