হিংস্র সবুজ গেছো অজগর ব্রাজিলে অনেকেরই পোষ্য

সাপ (Snake) কথাটা শুনলেই সর্বপ্রথম মাথায় আসে বিষধর প্রাণীর কথা। এই বুখি ফণা তুলে দাঁড়িয়ে গেল কোন বিষধর সাপ। পৃথিবীর অধিকাংশ সাপ হিংস্র এবং বিষধর (Venomous)। তবে এই জগতে অনেক সাপ আছে যা দেখতে বেশ সুন্দর। অনেক সাপ আছে যারা বিষধর নয় (Non-poisonous)। পৃথিবীর সবচেয়ে রঙিন এবং সুন্দর সাপগুলির মধ্যে রয়েছে সবুজ গেছো অজগর বা Emerald Tree Boa Snake।

সবুজ গেছো অজগর বা Emerald Tree Boa Snake কিন্তু একেবারেই বিষহীন একটা সাপ। এই সাপকে দক্ষণ আমেরিকার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। নাম থেকেই বোঝা যাই এই সাপের গায়ের রঙ সবুজ। এই অজগর থাকে গাছে গাছে। সবুজ রঙ এবং গাছে থাকে, এই দুই মিলিয়েই হয়েছে সাপের নাম সবুজ গেছো অজগর।

   

একটি প্রাপ্তবয়স্ক সবুজ গেছো অজগর প্রায় ৬ ফুট পর্যন্ত লম্বা। এই সাপের সামনে দুটো বড় আকারের দাঁত রয়েছে যা যেকোনও বিষহীন সাপের চেয়ে বড়।

বিষহীন সাপ হলেও সবুজ গেছো অজগর কিন্তু বেশ হিংস্র। যদি কোন কারণে তারা ভয় পায়, তাহলে এই সাপ কিন্তু ফণা তুলে ছোবল দিতে পারে। এমেরাল্ড ট্রি বোয়া সাপ ১৫ বছর অবধি বাঁচতে পারে।

আপনি কি জানেন এই সাপ ব্রাজিলে পোষ্য হিসেবে বাড়িতে রাখা হয়। ব্রাজিলের ২ জায়গায় এই সাপ পাওয়া যায় – দক্ষিণ এবং উত্তর। দক্ষিণের যে সাপগুলো ব্রিড করা হয় সেগুলোকে পোষা যায়। তবে উত্তর ব্রাজিলে এই সাপ পোষা আইনত অপরাধ। ব্রাজিলের বিশেষ আইনে তারা সুরক্ষিত। পোষ্য হিসেবে এই সাপ খুবই ভয়ানক এবং সহজেই তার মালিক কে আহত করে দিতে পারে।

দুঃখ্যের বিষয়, আইন থাকা সত্তেও এই সাপ অনেকেই পুষে থাকেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন