Titi Monkey: নতুন লাল দাড়ি টিটি বানরের বাচ্চারা বড় হয় বাবার কোলে

সম্প্রতি ঘন ঝোপের মতোই একগুচ্ছ লাল দাড়িওয়ালা বানরের সন্ধান পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। আমাজন রেইন ফরেস্টের কলাম্বিয়ান অংশে নতুন প্রজাতির এই বানরের খোঁজ পেয়েছেন তারা। জানা…

Titi Monkey: নতুন লাল দাড়ি টিটি বানরের বাচ্চারা বড় হয় বাবার কোলে

সম্প্রতি ঘন ঝোপের মতোই একগুচ্ছ লাল দাড়িওয়ালা বানরের সন্ধান পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। আমাজন রেইন ফরেস্টের কলাম্বিয়ান অংশে নতুন প্রজাতির এই বানরের খোঁজ পেয়েছেন তারা। জানা গেছে, বিজ্ঞানীরা এই প্রজাতির বানরের নাম দিয়েছেন  ক্যাকুয়েটা টিটি বানর (Titi Monkey) ।

জানা গিয়েছে এই বানরেরা অনেকটা বিড়াল আকৃতির। এই বানর আগ্রহ সৃষ্টি করার কারণ এর সঙ্গী পছন্দ করার বিচিত্র কারণের জন্য। এই টিটি বানরকে দেখা যায় গাছের ডালে লেজ ঝুলিয়ে বসে থাকতে। এই প্রজাতির বানর প্রতিবছর একটি করে বাচ্চা জন্ম দেয়। আর এই বাচ্চার দেখাশোনা করে বাবা বানর।

১৯৬০ সালে এক বিজ্ঞানী callicebus caquetensis নামে এক প্রজাতির টিটি বানর আবিষ্কারের কথা জানিয়েছিলেন। তবে তার সঙ্গেও এদের কোনও মিল নেই। এই বানরেরেরা একা একা নির্জন জঙ্গলে গাছের ডালে লেজ দিয়ে ঝুলে পাতা এবং ফলমূল খেয়ে বেড়ায়।

Advertisements

Titi monkey

এদের হাতের তালু এবং মুখের পশমবিহীন অংশটুকু কালো থাকে। এদের প্রাপ্তবয়স্কদের দুই কানের অংশের পশম গুলো সাদা থাকে। এরা উঁচু গাছের মগডালে বিচরণ করলেও মাটিতে পড়া পাকা ফল খেতে নিচে নামে। আশেপাশে অনেক সময় খাবার সংকট থাকলে এরা বিভিন্ন ফুলের পাপড়ি খেয়ে থাকে। এরা একা একা খাবারের সন্ধান করলেও আশেপাশে দলের অন্যরা থাকে। মুরগির বাচ্চার মতো ডেকে চিকচিক করে সাবধান করে দেয় এরা যদি কোনও বিপদ থাকে তাহলে।