লাঙ্গুরের কাণ্ড দেখে চোখ কপালে নেটিজেনদের

ফের সোশ্যাল মিডিয়ায় এক লাঙ্গুরের ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। সে কিনা মানুষের মতো লিফট চাইছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের গিরিডি জেলার তৃতীয় ব্লকের।

একটি লাঙ্গুর চাঁদোরির দিকে যাওয়া একটি বাইকে করে এসে বসে ছিল যেন কোনও ব্যক্তি কাউকে লিফটের জন্য জিজ্ঞাসা করছে। তবে গাড়ির উপর লাঙ্গুর বসে থাকতে দেখে চমকে ওঠেন বাইক আরোহী। এরপর অন্য একটি বাইকে লাফ দেয় লাঙ্গুর।

   

এরপর তিথির এলআইসি এজেন্ট প্রবীণ বারানওয়ালের বাইকটি সেখানে যেতে দেখে লাঙ্গুরটি বাইকে চড়ে বসে। বাইকে চড়ে মানুষের মতো বসে প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যান লাঙ্গুরটি চান্দোরিতে। তারপরই চাঁদোরি থেকে পালমারুয়াগামী বাইক থেকে লাফ দিয়ে সেখানে যাওয়া অটোতে চালকের আসনের পাশে সাধারণ রাইডের মতো বসে পড়ে সে। লোকেরা এই লাঙ্গুরকে লিফট দিতে আগ্রহী বলে মনে হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন