Viral: প্রখর রোদে বৃদ্ধাকে কাঁধে তুলে মরুভূমি পার করলেন মহিলা পুলিশকর্মী

বর্তমানে মানুষের জীবনে জীবনে এখন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেকটাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া কিছু ছবি, ভিডিও দেখে কখনও আমরা খুশি হই আবার কখনও আমাদের চোখ ভেজে। তেমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা পুলিশ কর্মী মরুভূমিতে একজন বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

গুজরাটের (Gujarat) এক মহিলা পুলিশকর্মী মরুভূমির প্রচণ্ড গরমে ৫ কিলোমিটার ধরে কাঁধে বসে থাকা এক বৃদ্ধাকে ঘরে ফেরানোর কাজ করেছেন। জানা গিয়েছে, কচ্ছের একটি মন্দিরে মোরারিবাপুর রামকথা শুনতে এসেছিলেন ওই বৃদ্ধা।
কচ্ছের খাদির দ্বীপে ভঞ্জদা দাদার মন্দিরে মোরারিবাপুর রামকথা চলছে। রামকথা শুনতে শুনতে পাহাড়ে চড়ছিলেন ৮৬ বছরের এক বৃদ্ধা। এ সময় তিনি গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

   

মহিলা কনস্টেবল বর্ষাবেন পারমার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি সাহায্যের জন্য বৃদ্ধার কাছে পৌঁছান এবং মহিলাকে তার কাঁধে তুলে নেন।

গোটা দেশেই এই পুলিশকর্মীর ভূয়সী প্রশংসা করা হচ্ছে। নেটিজেনরা ওই পুলিশকর্মীর কাজকে কুর্নিশ জানিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইট করে ওই মহিলা পুলিশকর্মীর কাজের প্রশংসা করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন