কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? আগাম জানালেন ‘কুখ্যাত’ জ্যোতিষী

কে হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট (Next US President)? এই নিয়ে আগাম কাটাছেঁড়া করতে চলেছে গোটা বিশ্বের রাজনৈতিক মহল। দৌড়ে আছেন অনেকে, তবুও নিশ্চিত হয়ে…

amy trip

কে হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট (Next US President)? এই নিয়ে আগাম কাটাছেঁড়া করতে চলেছে গোটা বিশ্বের রাজনৈতিক মহল। দৌড়ে আছেন অনেকে, তবুও নিশ্চিত হয়ে কেউই কিছু বলতে পারছেন না। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ হওয়ার ঘটনা থেকে জো বাইডেনের ভোটে না লড়াই করার আগাম খবর জানিয়েছেন এক চল্লিশ পেরোনো মহিলা জ্যোতিষী। মার্কিন মুলুকের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টেকে ওই জ্যোতিষী জানিয়েছেন যে মার্কিন রাষ্ট্রপতি হওয়া থেকে বিরত থাকতে পারেন জো বাইডেন।

সকাল সকাল সুখবর! বাংলার ১০ জেলায় কমল পেট্রোলের দাম

   

সেই ঘটনা হাড়ে হাড়ে মিলেছে। এইবার অ্যামি ট্রিপ নামক ওই ‘কুখ্যাত’ জ্যোতিষীর বক্তব্য কে হবেন আগামী মার্কিন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসতে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। তাঁর গণনা অনুসারে, আগামী মার্কিন রাষ্ট্রপতি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর গণনা অনুসারে, আগামীতে ট্রাম্পের জীবনে বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটতে পারে। তাঁর মতে, ‘ ইউরেনাস তাঁর জন্মছকের একদম মধ্যগগনে আছে, যা  তাঁর জীবনে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে।’

হামাস জঙ্গির বন্ধু হিজবুল্লাহর হামলায় রক্তাক্ত ইজরায়েলের ফুটবল মাঠ, নিহত শিশুরা

প্রসঙ্গত কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন যে, জো বাইডেন নির্বাচনে লড়বেন না। তাই অক্ষরে অক্ষরে মিলেছে। শুধু তাই নয়, তিনি পূর্ণিমার দিন এই ঘোষণা করেবন। সেটাও মিলেছে। তাহলে এবার কি ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়া সময়ের অপেক্ষা? উঠছে প্রশ্ন। তিনি আরও জানিয়েছেন যে জো বাইডেন আগামী দিনে অসুস্থ হতে পারেন। তাঁর শারীরিক অবস্থা ভাল যাবে না। তাঁর কথায়, ‘ প্লুটো তাঁর সূর্যের উপরে অবস্থান করছে যা একেবারেই ভাল নয়।’ অন্যদিকে তাঁর মতে, কমলা হ্যারিস এই নির্বাচনে লড়তে পারেন। তাঁর মতে, আগামী আগস্ট মাসে মার্কিন মুলুকে বড় কিছু হতে চলেছে। এইবার দেখার এই ‘কুখ্যাত’ জ্যোতিষীর কথা মেলে কিনা। নিউ ইয়র্ক পোস্ট অ্যামি ট্রিপকে কুখ্যাত জ্যোতিষী বলে উল্লেখ করেছে।