Inspiring Story: ২০২০-তে বিশ্বজুড়ে করোনা মহামারীর সময় দেবেন্দ্রর মনে হয়েছিল গ্রামে গ্রামে এই রকম অক্সিজেনের বাগান হওয়া উচিত। হাজারও ভারতীয় প্রজাতির গাছ বেশি মাত্রায় অক্সিজেন দেয়, হাজার হাজার পাখিকে আশ্রয় দেয়। গ্রামবাসীরা এই প্রয়াসে এগিয়ে আসে। এটা ক্রমশ জন-আন্দোলনে পরিণত হয়েছে।
২০১১-য় যখন সে চণ্ডিগড় পুলিশে কনস্টেবল পদে ভর্তি হয়। ওখানের সবুজ দেখে অভিভূত হয় দেবেন্দ্র। সবুজ সেই শহর দেখে তার মনে হয় যে তার মাতৃভূমির জন্য, প্রকৃতি মায়ের জন্য সে কিছু করতে চায়।
গ্রামের যুবকদের সঙ্গে নিয়ে থেকে বীজরোপণ শুরু করে, তারপর থেকে প্রতিবছর কুড়ি-পঁচিশ হাজার গাছ তারা গ্রামে লাগিয়েছে।গ্রামবাসীদেরও এই কাজে যুক্ত করেছে সে। ২০২০-তে বিশ্বজুড়ে করোনা মহামারী আসে তখন তার মনে হয় গ্রামে গ্রামে এই রকম অক্সিজেনের বাগান হওয়া উচিত। হাজারও ভারতীয় প্রজাতির গাছ বেশি মাত্রায় অক্সিজেন দেয়, হাজার হাজার পাখিকে আশ্রয় দেবে। গ্রামবাসীরাও এই প্রয়াসে এগিয়ে আসে।
হরিয়ানার ট্রি ম্যান বলছেন, “এটা এখন জন-আন্দোলনে পরিণত হয়। গাছ লাগানো শুধু আমারই কর্তব্য না, এটা আমাদের সকলের কর্তব্য। গাছ লাগান, পরিবেশ বাঁচান”