Sea Horse: শয়ে শয়ে শিশু সমুদ্র ঘোড়া ছাড়া হল সিডনি হারবারে

শয়ে শয়ে শিশু সমুদ্র ঘোড়া (Seahorse) সিডনি হারবারে ছেড়ে দেওয়া হল। সমুদ্র ঘোড়ার সংখ্যা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। এই শিশু সমুদ্র ঘোড়াগুলিকে ছাড়ার পর বিশ্বের সবচেয়ে বড় কাজ সম্পন্ন করেছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

Advertisements

সাদা সমুদ্র ঘোড়া (White Seahorse) অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে স্থানীয় এবং দূষণ এবং বাসস্থানের ক্ষতির কারণে ২০২০ সালে বিপন্ন (endangered) হয়ে পড়ে।

হোয়াইটস সিহর্স অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে স্থানীয় এবং দূষণ এবং বাসস্থানের ক্ষতির কারণে 2020 সালে বিপন্ন হয়ে পড়ে। এই বছরের শুরুতে, সিডনি ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স (Sydney Institute of Marine Science) তিনজন গর্ভবতী পুরুষকে (pregnant males) ধরে। এরপর তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে তাদের ইনস্টিটিউটে রেখে তাদের বাচ্চাদের বড় করতে সাহায্য করেছেন বিজ্ঞানীরা।

Advertisements

৩৮০ টি শিশু সমুদ্র ঘোড়াকে (Seahorse) সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তাদের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই ট্যাগগুলোর ফলে গবেষকরা এই সমুদ্র ঘোড়াগুলির বন্য অঞ্চলে তাদের বৃদ্ধি এবং প্রজনন সাফল্য নিরীক্ষণ করতে পারবেন।