News Desk: প্যাকেট থেকে দুধ আলাদা করে নেওয়ার তার কোন ব্যবহার নেই৷ এবার এই ভুল ধারণা বদলে ফেলতে হবে! ভারতে প্রতিদিন পাঁচ কোটির বেশি দুধ ব্যবহার হয়৷ তারমধ্যে মাত্র ১০ শতাংশ প্যাকেট রিসাইকেল হয়৷ বাকিটা পরিবেশে ছড়িয়ে দূষণ করছে৷ দুধের প্লাস্টিকের প্যাকেট ফেলে পরিবেশ দূষণ করবেন না৷ বরং তা পাঠিয়ে দিন এদের৷ রক্ষা করুন সুন্দর পরিবেশকে৷
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন






