পৃথিবীর সমস্ত সম্পর্কের মধ্যে অন্যতম হলো মা ও সন্তানের সম্পর্ক (Heartwarming moment)। যে সম্পর্কের মধ্যে থাকে না কোন লোভ কোন অনিহা কিংবা কোন স্বার্থপরতা। তাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই আসেনি কিন্তু কোনদিনই নিজের মায়ের জায়গা কেউ নিতে পারে না। তবে শুধু মানুষের ক্ষেত্রে নয় এই একই বিষয়ে প্রযোজ্য জগতের সমস্ত পশু প্রাণীর ক্ষেত্রেও।
তারা মানুষের মত কথা বলতে না পারলেও নিজেদের সন্তানকে সযত্নে লালন-পালন করে বড় করে তোলে। ঠিক একইভাবে সমস্ত দুর্যোগ থেকে নিজের সন্তানকে রক্ষা করে। সম্প্রতি বিনোদনের পাতায় উঠে এসেছে সেই রকমই এক ভিডিও। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত কিছুই আমাদের সামনে উঠে আসে। সারাদিনে ব্যস্ততা ভুলে নিজেকে একটু আনন্দ দিতে আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে থাকি।
View this post on Instagram
আর সারাদিনে ক্লান্তি ভুলতে মানুষ বেশি করে পশু প্রাণীদের ভিডিও দেখেন ঠিক সেই রকমই একটি ভিডিও নজর কেড়েছে সবার। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মা বাঘিনী জঙ্গলের মধ্যে বসে আছে এবং তার ছোট্ট ছানা তাকে ঘিরে লাফালাফি করছে। তাল চৌহান নামের এক চিত্রগ্রাহকের ইনস্টাগ্রাম প্রোফাইলে সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি আপাতত কয়েক হাজার দর্শকের নজর কেড়েছে। আর এই ধরনের ভিডিও দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আবেগের সঞ্চার ঘটেছে।