HomeOffbeat Newsকরোনার কোপ কাটিয়ে নৌকা চালিয়ে স্কুলে পৌঁছল হাবিবা

করোনার কোপ কাটিয়ে নৌকা চালিয়ে স্কুলে পৌঁছল হাবিবা

- Advertisement -

অনলাইন ডেস্ক:  দেড় বছর পর বিদ্যালয় খুলেছে বাংলাদেশে। করোনা হামলায় এতদিন বন্ধ ছিল বিদ্যালয়। নৌকা চালিয়ে স্কুলে এসেছে হাবিবা আক্তার ও বন্ধুরা। টাঙ্গাইলের বাসিন্দা হাবিবা। সে পড়ে সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে। বন্যায় রাস্তা বন্ধ। তাই নৌকা চালিয়ে স্কুলে এসেছে হাবিবা। শিক্ষকরা তাদের বরণ করে নেন। সংক্রমণ বাড়লে ফের বন্ধ হবে বিদ্যালয়। জানিয়েছে বাংলাদেশ সরকার৷

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular