Flying Gecko: মিজোরামের জঙ্গলে উড়ে বেড়ায় টিকটিকি!

ভারতের প্রথম প্রজাতির উড়ন্ত গেকো (Flying Gecko) আবিস্কার করলেন মিজ়োরাম (Mizoram) বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্ম প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বাওলজির এক দল গবেষক।

Flying Gecko: Rare Flying Lizard Spotted in Mizoram Forest!

ভারতের প্রথম প্রজাতির উড়ন্ত গেকো (Flying Gecko) আবিস্কার করলেন মিজ়োরাম (Mizoram) বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্ম প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বাওলজির এক দল গবেষক। এই নতুন প্রজাতির গেকো লম্বায় ২০ সেন্টিমিটার, এবং এরা ‘আরবরিয়াল’ অর্থাৎ, গাছে তাদের বসবাস। এই গেকো, বা এক ধরণের টিকটিকি, এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে সক্ষম।

নতুন প্রজাতির গেকো ‘নকচার্নাল।’ এই গেকো মিজ়োরিমে আবিস্কার এবং তাই তাদের নামকরণ হয়েছে শহরের নামেই। আবিস্কারের নাম গেকো মিজোরামেনসিস। জার্মান জার্নাল ‘স্যালাম্যান্ড্রা’ – এ প্রকাশিত হয়েছে নতুন প্রজাতির উপর গবেষণার বিশদ বিবরণ।

   

এছাড়াও, ভারতে উড়ন্ত গেকো একমাত্র পাওয়া যায় নিকোবার দ্বীপে। সেগুলি পরিচিত পাইকোজ়ুম নিকোবারেসিস বা নিকোবার গ্লাইডিং গেকো নামে। নতুন গেকো সাধারণত দেখতে পাওয়া যায় আবাসন এলাকার বাড়ির বাইরের দেওয়ালে। জালযুক্ত অঙ্গ, সমতল লেজ গেকোদের উড়তে সাহায্য করে।