HomeOffbeat News'গাধা' বলে গালমন্দ করেন! কিন্তু জানেন এই জন্তুটিও একটি দেশের জাতীয় পশু?

‘গাধা’ বলে গালমন্দ করেন! কিন্তু জানেন এই জন্তুটিও একটি দেশের জাতীয় পশু?

- Advertisement -

সব দেশেই যেকোনও একটি পশুকে ‘জাতীয়’ তকমা দেওয়া হয়। যেমন ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের ৮০ শতাংশ বাঘের আবাসস্থল ভারত। আবার জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ সুন্দরবনে। ফলে, সংখ্যার বিচারে রয়্যাল বেঙ্গল টাইগারই ভারতের জাতীয় পশুর তকমা পেয়েছে। কিন্তু, জানেন কী, গাধাও একটি দেশের জাতীয় পশু! বলতে পারবেন কোন সেই দেশ?

গাধা- এই পশুর নাম বললেই মনে পড়ে ঘোড়ার থেকে ছোট বড় বড় কানওয়ালা চারপেয়ী কালো চেহারার একটি প্রাণী। মূলত ভারবহনকারী জন্তু হিসাবেই সকলে গাধাকে চেনেন। গাধার জোরে ডাক বা ব্রে, সাধারণত কুড়ি সেকেন্ড স্থায়ী হয় এবং তিন কিলোমিটারেরও বেশি সময় ধরে শোনা যায়। বড় মরুভূমি জুড়ে অন্যান্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে সহায়তা করতে পারে।

   

আম আদমি গাধা শব্দ মানেই ‘কটাক্ষ’। সাধারণত কোনও ব্যক্তি ঠিকমত না কাজ করতে পারলেই তাকে ‘গাধা’ সম্বোধনে কটাক্ষ করা হয়। এই গাধাই একটি দেসের জাতীয় পশুর তকমে পেয়েছে।

কোন দেশের জাতীয় পশু গাধা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই হোঁচট খেয়েছেন। তাহলে খোলসা করা যাক। গাধা হল ইউরোপের সদ্য স্বাধীন দেশ কাতালোনিয়া-র জাতীয় পশু। তবে, এটি একটি বিশেষ প্রজাতির কাতালান গাধা।

জাতীয় পতাকা উত্তোলনের সময় কি জুতো খুলতে হয়? জানুন ভারতীয় আইন

ভুলেও এই ফল নিয়ে বিমানে ওঠার চেষ্টা করবেন না, ধরা পড়লেই হেনস্তা

কাতালোনিয়া একটি স্পেনীয় অঞ্চল। কাতালোনিয়ার স্বাধীনতা সদ্য ঘোষণা করা হয়েছে। কাতালান গাধা, বিশ্বের সবচেয়ে দামি গাধাগুলির মধ্যে অন্যতম। কাতালোনিয়া, স্পেনের অংশ থাকাকালীনও সেই অঞ্চলের সব গাড়ি পিছনে গাধার ছবি দেখা যেত। তবে কাতালান গাধা সাধারণ গাধার থেকে অনেরটাই আলাগা। কাতালান গাধার শ্রমের ক্ষমতা সাধারণ গাধার চেয়ে ঢের বেশি। এর গায়ে অনেক বেশি পশম থাকে। গাধা ছাড়াও কাতালোনিয়ার আরও একটি জাতীয় পশু রয়েছে। তার নাম, ড্রাগন।

একনজরে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জাতীয় পশু-

পাকিস্তান- মারখোর
বাংলাদেশ- রয়্যাল বেঙ্গল টাইগার
শ্রীলঙ্কা- হাতি
নেপাল- গরু
ভুটান- টাকিন

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular