Christmas: ধর্ম যার যার, উৎসব সবার

বাঙালির ক্ষেত্রে এই কথাটির সার্থক তম দৃষ্টান্ত, সম্ভবত, বড়দিন। বড়দিন(Christmas) হল বাঙালির বারো মাসের চতুর্দশতম পার্বন। Advertisements বড়দিন সকলের। ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন কি না,…

বাঙালির ক্ষেত্রে এই কথাটির সার্থক তম দৃষ্টান্ত, সম্ভবত, বড়দিন। বড়দিন(Christmas) হল বাঙালির বারো মাসের চতুর্দশতম পার্বন।

Advertisements

বড়দিন সকলের। ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন কি না, এ নিয়ে বিতর্ক থাকলেও, বার্ষিক খ্রিস্টীয় উৎসবের এই দিনটি খ্রিস্টান-অখ্রিস্টান নির্বিশেষে সবার প্রিয় উৎসবের দিন। 

   

ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় ১৬৬৮ সালে। জব চার্ণক প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায়। 

সেই থেকে বড়দিন বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এর প্রধান কৃতিত্ব অবশ্যই এই সময়ের মনোরম আবহাওয়ার। বাঙালির বড়দিন মানেই শীত-শীত আমেজে সপরিবার ময়দান কিংবা চিড়িয়াখানা, অথবা দলবেঁধে পিকনিক করতে যাওয়া। আর কেক না খেলে বড়দিনের ষোলোকলা পূর্ণ হয় না। দুর্গাপুজোয় ঠাকুর দেখার মতোই পার্ক স্ট্রিটে বড়দিনের আলোকসজ্জা দেখতে যাওয়া তো আছেই। 

আমার তো মনে হয়, দুর্গোৎসবের পরে, এখন,বাঙালির উৎসবের তালিকায় বড়দিনের স্থান দ্বিতীয় । 

শেষ করব কবি ঈশ্বর গুপ্তর লেখা ‘বড়দিন’ কবিতা দিয়ে :—

‘খ্রীষ্টের জনম দিন, বড়দিন নাম/ বহুসুখে পরিপূর্ণ, কলিকাতা ধাম/ কেরানী দেওয়ান আদি বড় বড় মেট/ সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ভেট/ ভেটকী কমলা আদি, মিছরি বাদাম/ ভালো দেখে কিনে লয়, দিয়ে ভাল দাম।’

সঙ্গের উৎসবমুখর পার্ক স্ট্রিটে বড়দিন-সন্ধ্যার ছবি সহ অন্য ছবিটিও আন্তর্জাল থেকে সংগৃহীত।