নিউজ ডেস্ক: গত বছর থেকেই ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণ। ফলে প্রায় দেড় বছর ধরে আমূল পাল্টে গিয়েছে সকলের জীবন। যার প্রভাব পড়ছে আট থেকে আশি সকলের উপরে। আমেরিকার এক সংস্থার গবেষণা বলছে, এই প্যানডেমিকের প্রভাব সব চেয়ে বেশি পড়েছে শিশুদের উপরে। যার প্রভাব শুধু মানসিক নয়, শারিরীকও। শরীরের আভ্যন্তরীন এবং বাহ্যিক, দুই বৃদ্ধিতেই প্রভাব ফেলেছে প্যানডেমিক।
আরও পড়ুন শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর ৭ উপায়, মেনে দেখুন ম্যাজিক
যারা এই সময়টায় জন্ম নিয়েছে তাদের IQ লেভেল প্যানডেমিকের আগে জন্মানো বাচ্চাদের থেকে কম। কারণ জন্মের পরই প্রথম কয়েক বছর বাচ্চাদের জ্ঞান বিকশিত হয়। এই পর্যায়ে বাইরের জগতের সঙ্গে মেলামেশা অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন গবেষকরা। কিন্তু করোনার জেরে সেই জিনিসটাই বন্ধ। ফলে বাড়ির চার দেওয়ালই হয়ে উঠেছে বাচ্চার জগত। যা সরাসরি প্রভাব ফেলছে তার মস্তিষ্কে, মানসিকতায়।
প্যানডেমিকের আগে জন্ম নেওয়া ৩ মাস থেকে ৩ বছরের বাচ্চাদের উপরে একটি সমীক্ষা করে দেখা গিয়েছে, তাদের ন্যূনতম IQ (Intelligence Quotient) স্কোর আসছে ১০০-র কাছাকাছি। কিন্তু করোনাকালে জন্ম নেওয়া বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা ৭৮ পেরোচ্ছে না।
আরও পড়ুন যশের ছেলেকে আদরে ভরিয়ে দিলেন নুসরত!
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ৬৭২ জন শিশুর উপর এই সমীক্ষাটি চালানো হয়। যাদের মধ্যে ১৮৮ জনের জন্ম হয়েছে ২০২০ সালের জুলাই মাসের পর। ৩০৮ জনের জন্ম হয়েছে ২০১৯ সালের জানুয়ারি মাসে এবং ১৭৬ জনের জন্ম হয়েছে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে। ব্রাউন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সিয়ান দেওনি বলছেন, প্যানডেমিক পরিস্থিতিতে বাড়িতে বন্দী থাকায় এবং বাইরের জগতের সঙ্গে সম্পর্ক না থাকায় বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অনেকটাই কম। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যতদিন না বাচ্চা প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন এই IQ স্কোর কম হও য়ার বিষয়টি বোঝা যাবে না। অর্থাৎ, করোনার সুদূরপ্রসারী প্রভাব পড়তে চলেছে তাদের ওপর।