Chandranath Bose: গাছ বিলিয়ে ‘গাছ কাকু’ হাওড়ার চন্দ্রনাথ বসু

বিশেষ প্রতিবেদন: গাছের পরিচর্যা তাঁর নেশা। সূযোগ পেলেই চেয়েচিন্তে অর্থ জোগাড় করেন। তা দিয়ে গাছ কিনে বিলি করেন পড়ুয়াদের। আর তা থেকেই এলাকার কচিকাঁচাদের কাছে…

Chandranath Bose

বিশেষ প্রতিবেদন: গাছের পরিচর্যা তাঁর নেশা। সূযোগ পেলেই চেয়েচিন্তে অর্থ জোগাড় করেন। তা দিয়ে গাছ কিনে বিলি করেন পড়ুয়াদের। আর তা থেকেই এলাকার কচিকাঁচাদের কাছে তাঁর পরিচিতি ‘গাছ কাকু’ নামে।

তিনি হলেন, চন্দ্রনাথ বসু (Chandranath Bose)। হাওড়ার বাগনানের কাছারিপাড়ার বাসিন্দা। নিঃসন্তান চন্দ্রনাথবাবু অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন। তা দিয়েই সংসার চলে যায়। তার বাইরে জমানো অর্থ আর অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে গাছ কিনে তুলে দেন কচিকাঁচাদের হাতে।বছর দু’য়েক ধরে এই কাজই করে চলেছেন তিনি। স্কুল খোলা থেকে শুরু করে স্কুল ছুটি পর্যন্ত – সারাদিন স্কুলে স্কুলে ঘুরে শিশুদের বোঝান গাছের গুরুত্ব। তারপর গাছের চারা তুলে দেন। তা থেকেই তাঁর নাম ‘গাছ কাকু’। এব্যাপারে চন্দ্রনাথবাবুর স্ত্রীও তাঁকে সাহায্য করেন, উদ্বুদ্ধ করেন।

চন্দ্রনাথবাবুর মতে, ‘‘শিশুরাই গাছকে বেশি ভালোবাসতে পারে। তাই তাদের হাতে গাছ তুলে দিই। শিশুরাও যেমন আমাদের ভবিষ্যৎ। তেমনই গাছও যে ভবিষ্যৎ।’’ শিশু ছাড়াও বিভিন্ন বিভিন্ন পেশার ইচ্ছুক মানুষের হাতেও গাছ তুলে দেন তিনি। তাঁর মতে, ‘‘এটা পরিবেশ রক্ষার বার্তা ছাড়াও গাছ মাফিয়াদের বিরুদ্ধে একটা পরোক্ষ লড়াই। মাফিয়ারা যত গাছ কাটবে তার চেয়ে বেশী গাছ লাগাবো সবাই।