প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পার্ষদরা দেশে বিপুল কর্মসংস্থান হয়েছে বলে যতই ঢাক পেটান না কেন, বাস্তব চিত্রটা কী তা ফের একবার সামনে আনলেন পাটনার বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা (Priyanka Gupta)।
পাটনার বেইলি রোডের অভিজাত উইমেন্স কলেজের সামনে চায়ের দোকান খুলেছেন প্রিয়াঙ্কা। কেন চায়ের দোকান খুললেন প্রিয়াঙ্কা? তিনি জানিয়েছেন, ২০১৯ সালে তিনি অর্থনীতিতে স্নাতক হয়েছেন। তারপর থেকে চাকরির জন্য লাগাতার চেষ্টা করেছেন। নিজের যোগ্যতায় চাকরি পাননি। সে কারণেই মা-বাবাকে সংসারে সাহায্য করতে তাঁর চায়ের দোকান খোলার সিদ্ধান্ত।
প্রিয়াঙ্কা বলেছেন, প্রথম প্রথম অনেকেই তাঁর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে ছিলেন। কেউ কেউ তাঁকে চা-ওয়ালি বলতে শুরু করেছিলেন। তবে সেসব সমস্যা কাটিয়ে উঠে এখন তাঁর চায়ের দোকান ভালোই চলছে। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, দেশে যদি চা ওয়ালা থাকতে পারে তাহলে কেন চা-ওয়ালি থাকবে না?
চা-ওয়ালি বলে পরিচিত হতে তাঁর কোন সমস্যা নেই বলে প্রিয়াঙ্কা জানান। বাস্তব জীবনে নরেন্দ্র মোদী প্রিয়াঙ্কার পথপ্রদর্শক নন। এক্ষেত্রে প্রিয়াঙ্কা নিজের গুরু বলেছেন আর এক চা বিক্রেতা প্রফুল্ল বিল্লোরিকে। মধ্যপ্রদেশের এই যুবক এমবিএ পড়া ছেড়ে দিয়ে চা বিক্রি শুরু করে বর্তমানে বছরে ৪ কোটি টাকার ব্যবসা করছেন। প্রিয়াঙ্কার কথা জেনে তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রফুল্ল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পারিষদরা দেশে কর্মসংস্থান হচ্ছে বলে যতই দাবি করুক না কেন, বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আর্থিক উপদেষ্টা সংস্থা সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনোমির সর্বশেষ সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে, দেশে বেকারের হার বেড়ে ৮.২৪ শতাংশ হয়েছে। গ্রাম ও শহরে এই হার যথাক্রমে ৮.৫৫ এবং ৭.৫৬ শতাংশ। ২৭ মার্চ এই রিপোর্ট প্রকাশ হয়।