বৌ আর বই নাকি বাইরে গেলে ফেরত আসেনা! এমনই চলতি কথা আছে। তবে ফেরতও আসে। কখনও কখনও ১০০ বছর দেরি হয়! এ আর এমন কী ব্যাপার।
১০০ বছর পর লাইব্রেরিতে ফেরত এল বই। কোথায় ঘটল এমন ঘটনা? অবাক করা ঘটনা ঘটেছে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে। বইটির নাম ‘এ হিস্ট্ররি অফ দি ইউনাইটেড স্টেটস।’ লেখক মার্কিন ইতিহাসবিদ বেনসন লসিং। বইটি ১৮৮১ সালে প্রকাশিত হয়েছিল।
জানা গিয়েছে,এই বইটি সেন্ট হেলেনা পাবলিক গ্রন্থাগার থেকে নেওয়া হয়েছিল। ফেরত দেওয়ার তারিখ ছিল ২১ ফেব্রুয়ারি ১৯২৭ সাল। কিছুদিন আগেই বইটি ফেরত দেওয়া হয়েছে। যিনি বইটি ফেরত দিতে আসেন, তিনি তার পরিচয় না দিয়েই বই রেখে চলে যান।
গ্রন্থাগারের ডিরেক্টর ক্রিস ক্রাইডেন জানান ২০১৯ সাল থেকে বই দেরি করে ফেরত দেওয়ার জন্য জরিমানা উঠিয়ে দেওয়া হয়েছে। তাই যিনি বইটি ফেরত দিলেন, তার কোন জরিমানা হয়নি এবং তাই লাইব্রেরি তার থেকে কোন টাকা পায় না। তবে যদি জরিমানার নিয়ম আজও বজায় থাকত তাহলে সেই ব্যক্তিকে ১,৭৫৬ ডলার জরিমানা দিতে হতো।
বইয়ের ভিতর লাইব্রেরির সেই একশ বছর আগের নির্দেশ আজও অক্ষত। লেখা আছে, “এই বইটি ২ সপ্তাহের জন্য রাখা যেতে পারে। এবং বইয়ের কোন ক্ষতি হলা জরিমানা দিতে হবে। “
লাইব্রেরির কর্মকর্তারা সেই ব্যক্তিকে খুঁজছেন জানার জন্য যে তার কাছে এই বই কীভাবে এলো।
এই ঘটনাটি সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরি তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ফেরত দেওয়া বইটির ছবিও প্রকাশ করেছে। মনে করা হচ্ছে যে বইটি মূল খণ্ডের ৫৪০ টি খণ্ডের মধ্যে একটা।