Mumbai: লোকাল ট্রেনে শুকোচ্ছে জামাকাপড়, ভাইরাল ভিডিও

লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra)। গত ৩ থেকে ৪ দিন ধরে ভারী বৃষ্টি চলছে মুম্বইয়ে। তবে যত বৃষ্টিই হোক না কেন, কাজের খাতিরে ঘর…

Mumbai: লোকাল ট্রেনে শুকোচ্ছে জামাকাপড়, ভাইরাল ভিডিও

লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra)। গত ৩ থেকে ৪ দিন ধরে ভারী বৃষ্টি চলছে মুম্বইয়ে। তবে যত বৃষ্টিই হোক না কেন, কাজের খাতিরে ঘর থেকে বের হতে হয় মানুষকে। এদিকে মুম্বইয়ের প্রবল বর্ষণের মাঝে ট্রেনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের লোকাল ট্রেনে (Mumbai Local Train) পোশাক বিক্রি শুকোচ্ছে। শেয়ার করা ভিডিয়োতে লেখা রয়েছে, ‘মুম্বই লোকাল থিংস’। এদিকে ভিডিওটি দেখে ইউজাররা বেশ মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা আমাদের মুম্বাই’। অন্য একজন মজা করে বলেন, ‘এই পোশাকগুলো দেখতে অলিম্পিকের জাতীয় পতাকার মতো৷’ তৃতীয় ইউজার অন্যজনকে উত্তর দিলেন, ‘কী আশ্চর্য মানুষ’ আর অন্যজন লিখেছেন, ‘কী দৃশ্য৷’ একজন ইউজার পোস্ট করেছেন, ‘প্রথমবার দেখলাম’।

প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে মহারাষ্ট্রের বহু জায়গা। মুম্বাইয়ে গত সপ্তাহ থেকে একটানা বৃষ্টি হচ্ছে এবং এর ফলে অনেক জায়গায় জলের অভাব দেখা দিয়েছে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, বন্যা কবলিত এলাকার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dadar | दादर (@dadarmumbaikar)