Elon Musk: এবার ছোট্ট ইলন মাস্কের ছবি ভাইরাল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) এই মুহূর্তে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তোলপার হয়ে গিয়েছে গোটা পৃথিবী। এআই-এর টুলের ব্যবহার করে শিল্পীরা নতুন নতুন ছবির সৃষ্টি করছে। AI-এর তৈরি সেই সকল ছবিগুলো পুরো সত্যিকারের মনে হচ্ছে দেখে। অবিশ্বাস্য ছবি তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে।

সম্প্রতি, বিলিওনের ইলন মাস্কের ভারতীয় পাত্রের অবতারে AI-এর তৈরি করা ছবি রীতিমত ভাইরাল হয়েছিল। এতটাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যে সেটি মাস্কের নজরেও যায়। ইলন মাস্ক সেই ছবির প্রতিক্রিয়াও দেন।

   

এবার ছোট্ট শিশুরুপে টেসলা প্রধান ইলন মাস্কের AI-এর তৈরি ছবি ভাইরাল। এই পোস্টটি ট্যুইটার অ্যাকাউন্ট ‘নট জেরোম পাওয়েল’ থেকে শেয়ার করা হয়েছে। ইলন মাস্কের AI-এর তৈরি ছবিতে তাঁকে ব্রাউন ডাঙ্গারি এবং সাদা রঙের শার্ট পরে থাকতে দেখা যায়।

বলার অপেক্ষা রাখেনা যে ছবিটি এই মুহূর্তে ভাইরাল। এমনকী ট্যুইটার সিইও নিজেও মজার প্রতিক্রিয়া দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন