BA-BCom পাস করে ঠেলাগাড়িতেই স্বপ্নের ঠিকানা খুঁজছেন শহরের চার যুবক

#Offbeat নিউজ ডেস্ক: পশ্চিমী দেশে উচ্চশিক্ষা চলাকালীন পার্ট টাইম কাজ করেন পড়ুয়ারা। কিন্তু এ দেশে এখনও শিক্ষিত কাউকে এ ধরনের কাজে ভাবতে পারেন না অনেকেই।…

hyanglar adda

#Offbeat
নিউজ ডেস্ক: পশ্চিমী দেশে উচ্চশিক্ষা চলাকালীন পার্ট টাইম কাজ করেন পড়ুয়ারা। কিন্তু এ দেশে এখনও শিক্ষিত কাউকে এ ধরনের কাজে ভাবতে পারেন না অনেকেই। তাছাড়া কাজের ক্ষেত্রে বৈষম্যটাও চোখে পড়ার মতো। সেই বৈষম্য মেটাতেই স্রোতের উলটো পথে হাঁটছেন শহরের চার যুবক। উচ্চশিক্ষিত হয়েও শহরের রাস্তায় কাবাব বিক্রি করছেন তাঁরা।

হ্যাংলার আড্ডা নামে ব্যবসা শুরু করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই চার যুবকের ‘কীর্তি’। চার যুবকের কেউ বি.কম পাশ, কেউ বি.এ শেষ করেছেন, আবার কেউ কলেজ ড্রপ আউট, উচ্চশিক্ষা শেষ করতে পারেননি। প্রত্যেকেরই একটাই স্বপ্ন ছিল, নিজেদের পায়ে দাঁড়ানো। সেই লক্ষ্যেই চারজন মিলে নামেন ‘ব্যবসা’য়। শুরুটা হয়েছিল ২০২০ সালে, একটা ভ্যান রিক্সাতে কাবাব বিক্রি করে।

   

hyanglar adda

শিক্ষিত যুবক চাকরী ছেড়ে ব্যবসায় নামলে আমাদের সমাজের অনেকেরই ভ্রু কপালে ওঠে। সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাদেরও। সোশ্যাল মিডিয়ায় ওই যুবকরা লিখেছেন, “আশেপাশের মানুষের নেগেটিভ কথা-বার্তা কান অব্দি ছুটে আসত। বাঙালি বাবুরা ব্যবসা করতে এসেছে, অনেকেই আমাদের ওপর হাসাহাসি করত, বলতো যে তোমরা পারবে এত কষ্ট করতে? তোমাদের দ্বারা ব্যবসা হবে না। এর আগেও অনেকে এসেছে ব্যবসা করতে কেউ তিন মাসের বেশি ব্যবসা করতে পারেনি।”

তারপরেও নিজেদের মনোবল ও জেদের ফলে ইতিমধ্যেই চালু হয়েছে তাদের ব্যবসা। অনেকেই আসছেন কাবাব খেতে। ইতিমধ্যেই দুটি আউটলেট চালু হয়েছে ‘হ্যাংলার আড্ডা’র। বেহালা মিত্র সংঘ ক্লাব এবং অজন্তা সিনেমার উলটোদিকে রীতিমতো ক্রেতাদের ভিড় জমে যায় রোজ। চার যুবকের স্বপ্ন, ‘এরপর আরও বহু জায়গায় গড়ে উঠবে হ্যাংলার আড্ডার আউটলেট।