সরকারি চাকরি পাওয়ার পর কারও কারও নজর থাকে আরাম করা বা পকেট ভরার দিকে, আবার কেউ কেউ এমন কাজ করে থাকেন নিজের ইউনিফর্মের মূল্য ধরে রাখতে নিজের কাজের জন্য সব স্তরে প্রশংসিতও হতে হয় উক্ত ব্যক্তিকে । তেমনি এক কর্তব্যরত পুলিশ কর্মীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে।দেশের আইএএস ও আইপিএসদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাঁদের মধ্যে অন্যতম হলেন আইএএস অবিনাশ শরণ। তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভিডিওটির ভিউ লক্ষাধিক ছাড়িয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাফিক পুলিশের এক জওয়ান রাস্তা ঝাড়ু দিচ্ছেন।
যাতে কারও গাড়ি দুর্ঘটনার শিকার না হয়, সে জন্য রাস্তায় পড়ে থাকা নুড়ি-পাথর পরিষ্কার করছিলেন ওই যুবক। এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। যাঁরা এই জওয়ানের কর্তব্যের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও নিষ্ঠার মনোভাব দেখে তাঁর ভূয়সী প্রশংসা করছেন।
Respect for You.🙏 pic.twitter.com/Bb5uZktpZk
— Awanish Sharan (@AwanishSharan) June 16, 2022