Indian Jugaad : আকাশে উড়ছে ন্যানো! বিয়েবাড়িতে বিপুল চাহিদা

‘ভারতীয়’ এবং ‘জুগাড়’ শব্দ দুটো জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। বিদেশীরাও ইন্ডিয়ান জুগাড় (Indian Jugaad) বলতে অজ্ঞান। এই টিউবে ভিডিও রয়েছে অনেক। এই যেমন, টাটা ন্যানোকে হেলিকপ্টারে পরিণত করেছেন বিহারের এক ব্যাক্তি।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের গুড্ডু শর্মা তাঁর শৈল্পিক প্রতিভাকে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে। একটা ন্যানো গাড়িকে পরিণত করেছেন হেলিকপ্টারে। বিয়ে বাড়িতে ভাড়া দেন সেটিকে। চাহিদাও নাকি খুব !

   

মেকানিক হওয়ার পাশাপাশি গুড্ডু শর্মা একজন শিল্পী। বিহারের বাঘায় থাকেন তিনি। তিনি জানিয়েছেন, গাড়িটিকে হেলিকপ্টারে পরিণত করতে লেগেছে প্রায় ২ লক্ষ টাকা।

গুড্ডুর মতে, ‘একটা ন্যানোকে হেলিকপ্টারে পরিণত করতে দেড় লাখের মতো খরচ হয়। আমার একটু বেশি খরচ হয়েছে। কারণ গাড়িতে অনেক বদল আনতে হয়েছে। উন্নত যন্ত্র ব্যবহার করেছি।’

বিয়ে বাড়ির সিজনে এই হেলিকপ্টারের খুব চাহিদা বলে তিনি দাবি করেছেন। ‘অনেক সময় দেখি বর পক্ষ বা কনে পক্ষ রাজকীয় বিয়ের আসর বসাতে চায়। কিন্তু বাজেটের কারণে তা হয়ে ওঠে না। হেলিকপ্টারের ডিমান্ডও থাকে। মানুষের এই অসুবিধা দুর করার জন্য আমার এই ভাবনা।’ গুড্ডু ন্যানো হেলিকপ্টার ভাড়া পাওয়া যায় ১৫ হাজার টাকায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন