Ukraine War: রুশ বোমা পড়ছে চারিদিকে, ছানা সহ সিংহী হল উদ্বাস্তু

গত বছর অন্তঃসত্তা অবস্থায় যুদ্ধ-বিদ্ধস্ত ইউক্রেনের ডনেটস্ক থেকে উদ্ধার করা হয় ৩-বছরের সিংহী আসিয়াকে (Asya)। এরপর অক্টোবরে তিনটি ফুটফুটে সিংহ-শাবকের জন্ম দেয় আসিয়া। ছানাদের নাম দেওয়া হয় টেডি, এমি এবং সান্টা।

এবার আসিয়া তার তিন সন্তান এবং পুরুষ সঙ্গীকে নিয়ে অস্থায়ী আশ্রয় পেল পোল্যান্ডের (Poland) পোজ়নানে (Poznan)। এমনটাই জানিয়েছে পোল্যান্ড শহরের চিড়িয়াখানার শিক্ষা বিভাগের রেমিগুইসেজ় কোজ়িনস্কি (Remigiusz Kozinski)।

   

কোজ়িনস্কি জানান, “মঙ্গলবার পাঁচটি সিংহ এসে পৌছোয় এখানে। আমাদের তাদেরকে ঘুম-পারানি ওষুধ (tranquilize) দিতে হয়ে। তারা শান্ত ভাবে তাদের নতুন খাঁচা দখল করেছে। তারা সুস্থ এবং ভালো আছে।“Ukraine War: রুশ বোমা পড়ছে চারিদিকে, ছানা সহ সিংহী হল উদ্বাস্তু

জানা গিয়েছে, পুরুষ সিংহকে সিংহীর থেকে আলাদা করে রাখা রয়েছে। তাদের তিন শাবক তাদের মায়ের সঙ্গেই রয়েছে। নতুন স্থানে এবং নতুন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে যাতে সিংহদের সুবিদা হয়, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান রেমিগুইসেজ় কোজ়িনস্কি।

ইন্টারন্যাশনাল ফেডেরাশন ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (International Federation for Animal Welfare বা IFAW, ওয়াইল্ড অ্যানিমেল রেসকিউ (Wild Animal Rescue), ইউ অ্যানিমেলস (UAnimals) এবং পোজ়নান চিড়িয়াখানার (Poznan Zoo) যৌথ উদ্যোগে এই উদ্ধারকাজ এবং স্থানান্তর সম্ভব হয়েছে। পুরুষ সিংহের আনুমানিক বয়স ২ বছর এবং তার নাম ভিসেরি (Viseris)।

পোজ়নান চিড়িয়াখানা ইউক্রেনের প্রায় ২০০ টি পশুকে আশ্রয় দিয়েছে। যুদ্ধের জন্যই তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। আশ্রয় দেওয়া পশুদের মধ্যে পড়ছে বাঘ, সিংহ, ভাল্লুক, নেকড়ে বাঘ, ইত্যাদি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন