ঘুম চোখ খুলে এগুলো দেখছেন না তো, সাবধান অভাব গিলে খাবে

যথেষ্ট আয় করছেন, কিন্তু ব্যয় কোনও মতেই সামাল দিতে পারছেন না। দিনে দিনে অভাব যেন গিলে খাচ্ছে। আপনি বা আপনার পরিবার কি এই সমস্যার শিকার।…

vastu

যথেষ্ট আয় করছেন, কিন্তু ব্যয় কোনও মতেই সামাল দিতে পারছেন না। দিনে দিনে অভাব যেন গিলে খাচ্ছে। আপনি বা আপনার পরিবার কি এই সমস্যার শিকার। তবে বাস্তুর দিকে নজর দেওয়ার সময় হয়েছে। আপনি বা আপনার পরিবারের কেউ ঘুম থেকে উঠে এই ভুল কাজগুলো করছেন না তো। তবে ভয়ানক বিপদ হতে পারে। 

ভাগ্য লক্ষ্মীকে ফেরাতে অবশ্যই মেনে চলুন এই টিপস। 

   

ঘড়ির কাঁটা বন্ধ, বা ঘড়িটি ভেঙে গিয়েছে, এমন ঘড়ি দুঃসময়কে ডেকে আনে। ঘরে এমন ঘড়ি থাকলে মুহূর্তে তা সরিয়ে ফেলুন।

অনেকেই ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখে থাকেন। তাঁদের এই অভ্যাস পাল্টে ফেলতে হবে। নচেত ক্ষতি আটকানো সম্ভব নয়।

Advertisements

ঘমু থেকে উঠে কখনই ছায়া মারাবেন না। বা ছায়া দেখবেন না। এতে দুর্ভাগ্য নেমে আসতে পারে চিবনে। চরম অবনতী রখতে এই অভ্যাস ত্যাগ করুন ও সতর্ক হয়ে যান। 

বাড়িতে রান্না ঘরে কোনও আগুন জ্বললে তা আগে দেখা উচিত নয়। উনুন বা গ্যাস জ্বালান একটু পড়ে, খানিকটা ফ্রেস হয়ে নিয়ে, তারপর। 

নোংড়া বাসনপত্র রাতেই চেষা করুন মেজে রাখার। সকালে উঠে তাতে হাত দিলে অমঙ্গল হয়।