HomeLifestyleসকালে ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজগুলি

সকালে ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজগুলি

- Advertisement -

কথায় আছে, দিনের শুরুটা যদি ভালভাবে হয় তাহলে সারা দিনটা খুবই আনন্দে কাটে৷ যদিও এই কথা সব সময়ে যে সঠিক হয় তা কিন্তু নয়, বহুক্ষেত্রে এর বিপরীত কিছুও ঘটেছে৷ তবে প্রতিটি দিনই সকলের সমানভাবে কাটে না৷ কখনও ভাল ভাবে সময় কাটে তো কখনও আবার আবার সমস্যায় পড়তে হয়েছে সকলকে৷ শাস্ত্রমতে, ভাল-মন্দ মিশ্রিত আমাদের জীবন৷

তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, (Astrological Tips) প্রতিদিন সকালে এমন কিছু জিনিস রয়েছে যা দেখলে আপনার দিন খারাপ যেতে পারে৷ তাই সকারে ঘুম থেকে উঠে দেখতে নেই
এই সমস্ত কিছু৷

   

সারা দিন ভাল কাটাতে সকালে কোন জিনিসগুলো দেখা ও কোন কাজগুলি করা যাবে না৷

১) বেশিরভাগ মানুষই রয়েছেন সকালবেলা ঘুম থেকে দেবতার দর্শন করে থাকেন৷ এটি পর্জিটিভ এনার্জির জন্য উপকারী৷

২) সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখা খুবই অশুভ বলে মনে করা হয়৷

৩) খালি জলের যে কোনও পাত্র সকালে উঠেই দেখতে নেই, এতে জীবনের উপর খারাপ প্রভাব পরে৷

৪) বিশেষ করে ঘুম থেকে উঠে কখনও নেতিবাচক ছবি দেখতে নেই৷

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular