বিয়ে করতে চান? হলুদ করবে সমাধান…

হিন্দুধর্ম অনুসারে, হলুদ (Turmeric Benefits) যে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, যে কোনও শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে৷ বিশেষ করে…

বিয়ে করতে চান? হলুদ করবে সমাধান...

হিন্দুধর্ম অনুসারে, হলুদ (Turmeric Benefits) যে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, যে কোনও শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে৷ বিশেষ করে বিয়ে হোক বা অন্নপ্রাশনের কার্ডে হলুদের ছোঁয়া দেওয়া হয়ে থাকে৷ শাস্ত্রমতে (Astrological Tips), কোনও কাজ যদি না হয়ে থাকে সেই ভেস্তে যাওয়া কাজকে ফের নতুন করে ঠিক করে দিতে পারে হলুদের টোটকা৷ যে কোনও সমস্যাই একেবারে ম্যাজিকের মতো কাজ দেয় এই উপাদান৷

টোটকা

   

১) অনেক চেষ্টা করে যাচ্ছেন তাও বিয়ে হচ্ছে না৷ আুপনি প্রতি বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি বা ছবির পিছন দিকে হলুদ রঙের কাগজে কিছুটা হলুদ মুড়িয়ে রেখে দিন।

২) এছাড়াও যে ব্যক্তির বিয়ে হচ্ছে না৷ সেই ব্যক্তি যেন নিয়মিত কপালে নিয়মিত হলুদের তিলক লাগান।

৩) দীর্ঘদিন ধরে বিয়েতে বাঁধা পড়ছে গণেশের চরণে নিয়মিত হলুদ অর্পণ দিলে দূর হবে সমস্যা৷