
Mythology: ভগবান শিবের কাছে শ্রাবণ মাস ভীষণ প্রিয়। এই মাসে ভগবান শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। শিবের কৃপায় মানুষের সকল প্রকার দুঃখ-বেদনা দূর হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার মহাদেবের উপবাস করলে, অত্যন্ত ভাল ফল পাওয়া যায়। এই মাসে উপবাস করলে শরীরও খুব ভাল থাকে। প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হলে প্রথম এবং শেষ সোমবার উপবাস করলেও হবে।
শিবকে সন্তুষ্ট রাখতে উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো পালন করলে পাওয়া যাবে বিশেষ কৃপা।
জেনে নিই নিয়ম গুলি কী কী—
- এই দিন মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন।
মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়। - এদিন বাড়িতে আসা কোনও মানুষকে যেন কোনও ভাবেই অপমানিত না করা হয়।
- শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অনেক শুভ বলে মনে করা হয়।
- জন্মছকে গ্রহদশা থাকলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন, দিনের যে কোনও সময়ে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে খুবই উপকার পাওয়া যায়।
- এই দিন পুজো করার সময় কর্পুরের আরতি করুন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন ভগবান শিবকে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন








