HomeMythologyঝাড়ু কিনলেই অর্থলাভ? ধনতেরাসের দিনে কী বলছে পুরাণ

ঝাড়ু কিনলেই অর্থলাভ? ধনতেরাসের দিনে কী বলছে পুরাণ

- Advertisement -

ধনতেরাস (Dhanteras 2025) মানেই ধন ও সমৃদ্ধির আরাধনার দিন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, দীপাবলির ঠিক দু’দিন আগে, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। এদিন মা লক্ষ্মী এবং ধন্বন্তরীর পূজা করা হয়। সাধারণত ধনতেরাসে সোনা, রূপো, বাসনপত্র বা অন্যান্য মূল্যবান সামগ্রী কেনার রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে।

তবে এর পাশাপাশি ধনতেরাসে ঝাড়ু কেনার একটা বিশেষ প্রচলন ও বিশ্বাসও গড়ে উঠেছে। অনেকেই মনে করেন, এদিন নতুন ঝাড়ু কেনা খুবই শুভ, কারণ এটি ঘরে অর্থ-সমৃদ্ধি এবং শান্তি ডেকে আনে।

   

হিন্দু পুরাণ এবং লোকবিশ্বাস অনুযায়ী, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। ঝাড়ু ঘরের ময়লা দূর করে এবং অশুভ শক্তিকে বাইরে ঠেলে দেয়—এই বিশ্বাস থেকেই ঝাড়ুর সঙ্গে পবিত্রতা ও শুদ্ধতার যোগসূত্র গড়ে ওঠে। মা লক্ষ্মী হলেন ধন, সৌভাগ্য ও শুদ্ধতার দেবী। তাই ধনতেরাসের দিনে ঝাড়ু কেনা মানে শুধু একটি গৃহস্থালি সামগ্রী কেনা নয়, বরং তা শুভ শক্তিকে আহ্বান করার প্রতীক।

এছাড়াও, অনেক প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ আছে, যে ঘরে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে, সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। আর ঝাড়ু হচ্ছে সেই পরিচ্ছন্নতার অন্যতম প্রধান হাতিয়ার। ধনতেরাসে ঝাড়ু কেনা, সেই বিশ্বাসকেই সম্মান জানানোর একটি পদ্ধতি।

লোকবিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে নতুন ঝাড়ু কিনলে ঘরের দারিদ্র্য ও ঋণ কেটে যায়। এটি এক ধরনের আধ্যাত্মিক বার্তাও বহন করে—পুরনো জঞ্জাল ও নেতিবাচকতা দূর করে নতুন আলো ও ইতিবাচকতার পথ প্রশস্ত করা। অনেকের বিশ্বাস, এই দিন ঝাড়ু কিনলে বছরজুড়ে অর্থসঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে।

ঝাড়ু কেনার শ্রেষ্ঠ সময়: ধনতেরাসের দিন সূর্যাস্তের পরে, সন্ধ্যাবেলায় ঝাড়ু কেনা শুভ বলে ধরা হয়। ঝাড়ু কেনার পরে সেটি বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিৎ, কারণ এটি নেগেটিভ এনার্জি হ্রাস করে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular