আপনার কাছে টাকা থাকছে না? কী করে শান্ত করবেন দেবী লক্ষীকে

Lakshmi: বর্তমানে আর্থিক মুদ্রাস্ফীতির বাজারে আর্থিক অনটনের সমস্যায় অনেকেই জেরবার। কারণ দুই হাতে আয় করে কোনভাবেই কুলিয়ে উঠতে পারছেন না অনেকেই। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন…

Goddess Lakshmi

Lakshmi: বর্তমানে আর্থিক মুদ্রাস্ফীতির বাজারে আর্থিক অনটনের সমস্যায় অনেকেই জেরবার। কারণ দুই হাতে আয় করে কোনভাবেই কুলিয়ে উঠতে পারছেন না অনেকেই। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন অনেকের ক্ষেত্রে সামান্য কিছু ভুল ত্রুটি আর্থিক অন্টনের কারণ হতে পারে যার মধ্যে অন্যতম হলো মানিব্যাগের সঠিক ব্যবহার।

Advertisements

আমরা প্রত্যেকেই মানিব্যাগের সাথে পরিচিত। কারণ টাকা রাখতে গেলে মানিব্যাগ কিংবা পার্সের প্রয়োজন হয়। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, মানিব্যাগ হল দেবী লক্ষীর বাসস্থান। তাই মানিব্যাগ সব সময় যত্ন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তাছাড়া কোনভাবেই নোংরা হাতে মানিব্যাগ স্পর্শ করা যাবে না।

Advertisements

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু খাওয়ার পরে সেই হাত না ধুয়েই মানিব্যাগ স্পর্শ করেন আর এতেই দেবী লক্ষ্মী রুষ্ট হন বলেই জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। অন্যদিকে মানিব্যাগ কিংবা পার্সের মধ্যে কোনোভাবেই পুরনো ছেঁড়া নোট রাখা যাবেনা। তাছাড়া আপনার মানিব্যাগ কোন সময় যেন অর্থশুন্য হয়ে না পড়ে সেদিকে নজর দিতে বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।

কারণ মানিব্যাগ একবার অর্থশুনা হয়ে পড়লে সেখান থেকে দেবী লক্ষ্মী বেরিয়ে পড়েন এবং তাকে আবার পুনরায় সেই মানিব্যাগে ফিরিয়ে আনা খুবই কষ্টসাধ্য। মানিব্যাগে কোন সময় পুরনো কাগজ রাখা উচিত নয়। আমরা অনেক সময় মানিব্যাগে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজ রেখে থাকি। আর তাতে অর্থাভাবের একটা বড় আশঙ্কা থেকেই যায়। তাছাড়া সকালে বাসি মুখে কোনভাবেই মানিব্যাগ স্পর্শ করা উচিত নয় বলেই জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।