HomeMythologyধনতেরাসে ধাতু কেনার আগে জানুন জ্যোতিষ মতে শুভ সময়

ধনতেরাসে ধাতু কেনার আগে জানুন জ্যোতিষ মতে শুভ সময়

- Advertisement -

দেশজুড়ে উৎসবের আমেজ। শারদ উৎসব পার করে এবার সকলের নজর দীপাবলি ও ধনতেরাসের (Dhanteras 2025) দিকে। হিন্দু ধর্মে ধনতেরাসের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে ধনসম্পদের দেবতা কুবের ও আয়ুর দেবতা ধন্বন্তরীর পূজা করা হয়। আর এই পুজোর অন্যতম প্রধান রীতি হল ধাতু, বিশেষ করে সোনা ও রূপা কেনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা বা রূপা কেনা অত্যন্ত শুভ এবং এর ফলে ঘরে ধন-সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায়।

এবারের ধনতেরাস ঘিরে বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে সোনা ও রূপার। আর এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে ধাতুর দামও। আজকের দিনে সোনার দর পৌঁছেছে নতুন রেকর্ডে—প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.২৭ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, রূপার দরও রেকর্ড গড়েছে—প্রতি কেজিতে রূপার দাম দাঁড়িয়েছে ১.৮৯ লক্ষ টাকা! গত কয়েক বছরে ধনতেরাসের আগে এতটা দাম বাড়তে দেখা যায়নি, ফলে বিনিয়োগকারীদের মধ্যে যেমন উত্তেজনা, তেমনই সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে।

   

তবে শুধু দাম নয়, ধনতেরাসে ধাতু কেনার সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্র অনুসারে, শুভ লগ্নে বা ‘অমৃত কাল’-এ সোনা ও রূপা কেনা অত্যন্ত ফলদায়ী। এবছর ধনতেরাস পালিত হবে ১৮ অক্টোবর, এবং সেই দিন তিনটি শুভ সময় রয়েছে, যার মধ্যে প্রথমটি ‘অমৃত কাল’।

অমৃত কাল: সকাল ৮:৫০ থেকে ১০:৩৩ পর্যন্ত।এই সময়টিকে সবচেয়ে পবিত্র ও শুভ বলা হয় ধাতু কেনার জন্য। শুভ চৌঘড়িয়া: সকাল ১১:৪৩ থেকে দুপুর ১২:২৮ পর্যন্ত। সন্ধ্যার শুভ মুহূর্ত: সন্ধ্যা ৭:১৬ থেকে রাত ৮:২০ পর্যন্ত।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular