Lord Shiva: টানা ১৬ সোমবার শিবের উপসনা করলেই মিলবে চমৎকার ফল

প্রতি সোমবার মানেই শিবের বার। হিন্দু শাস্ত্রে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়। তাই এই দিনটির গুরুত্ব অনেক। সোমবার বিবাহিত বা অবিবাহিত মহিলারা এই সোমবারেই…

প্রতি সোমবার মানেই শিবের বার। হিন্দু শাস্ত্রে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়। তাই এই দিনটির গুরুত্ব অনেক। সোমবার বিবাহিত বা অবিবাহিত মহিলারা এই সোমবারেই উপোস করে সোমবার পালন করে থাকেন। এই দিনে শিবকে সন্তুষ্ট করলে নাকি শিব ঠাকুর সন্তুষ্ট হন, এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তবে শাস্ত্রে টানা ১৬ টা সোমবার করলে বিশেষ উপকার পাওয়া যায়। তবে সেগুলি কি কি-

১. মনের মত জীবনসঙ্গী পেতে চাইলে অবশ্যই পর পর ষোলটি সোমবার করা উচিত। সমস্ত মহিলারাই নিজের স্বামী যেন শিবের মত হন এটাই চান। তাই বৈবাহিক জীবন সুখের করতে এবং যেকোনো ধরনের অশান্তি কাটাতে ১৬ টা সোমবার করা প্রয়োজন।

   

২. বাকি জীবন সুখে কাটাতে এই ষোল সোমবারের গুরুত্ব অনেক। পাশাপাশি আর্থি ভাবে উন্নত হতে চাইলেও এই সোমবার করা উচিত।

৩. জীবনে অনেক বাধা আসে। সেই সমস্ত বাধা অতিক্রমের জন্য আমরা কি না করে থাকি। তবে শিবের আশীর্বাদ যার ওপরে পরে তাঁদের আর কিসের চিন্তা। তাই তো পর পর ষোলটি সোমবার যদি করা যায় তাহলে জীবনে অনেক বাধাই সরে যায়। কোনো বাধাকে আর বাধা মনে হয় না।

৪. পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পরপর ষোলটি সোমবার করা দরকার। তবে তারজন্য বেশ কযেকটি নিয়ম মেনে চলতে হবে। শিবলিঙ্গে জল ও দুধ ঢালতে হবে। এবং সংসারে লক্ষীর ঝাঁপি ভরে উঠবে।

৫. আর্থিক উন্নতির জন্য পরপর ষোলটি সোমবার করতেই পারেন। তারজন্য আপনাকে “ওম নম শিবায়” জপ করতে হবে।