কফি হাউসে জমজমাট বরষার বই তরণী উৎসব, হাজির আবির ও গৌরবরা

‘মিনি বুক ফেয়ার’ বলা যেতে পারে। নামকরণটিও যথার্থ, বরষার বই তরণী থ্রিলার (Barsha Boi Tarani Book Festival)। উদ্যোক্তা দীপ প্রকাশন। কলেজস্ট্রিট কফি হাউসের তিনতলায় এই…

Coffee House Hosts Vibrant Barsha Boi Tarani Book Festival with Abir Chatterjee and Gaurav Chakrabarty

‘মিনি বুক ফেয়ার’ বলা যেতে পারে। নামকরণটিও যথার্থ, বরষার বই তরণী থ্রিলার (Barsha Boi Tarani Book Festival)। উদ্যোক্তা দীপ প্রকাশন। কলেজস্ট্রিট কফি হাউসের তিনতলায় এই বইয়ের সম্ভার দেখলে লোভ সামলানো বড়ই কঠিন। কোন বইটি ছেড়ে কোন বইটি দেখব, সেই নিয়ে ধাঁধায় পড়ে যেতে হয়। সবমিলিয়ে ১০০টির বেশি প্রকাশনা সংস্থার বই একঝলকে দেখে নেওয়া যায়।

শুক্রবার বৃষ্টিস্নাত কলকাতায় বইয়ের বিপননীতে গেলে আরও একটি বিষয় পাওনা হয়েছে পাঠকদের। এই বইয়ের সম্ভারের উদ্বোধন করলেন টালিগঞ্জ ফিল্ম জগতের দুই খ্যাতনামা অভিনেতা হার্টথ্রব আবির চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। দুই তরুণ শিল্পীরই বইয়ের প্রতি অসম্ভব প্রেম। গৌরব চক্রবর্তী তাঁর বিখ্যাত বাবা সব্যসাচী চক্রবর্তীর মতোই থ্রিলারের অনুরাগী। জানালেনও, ‘‘বইয়ের প্রতি ভালবাসা তো রয়েইছে, পাশাপাশি থ্রিলার বইয়ের প্রতি আরও বেশি টান। সেটা পারিবারিক বুনোট থেকেও এসেছে বলতে পারেন। শার্লক হোমস হোক কিংবা বর্তমান লেখিকাদের মধ্যে দেবারতি মুখোপাধ্যায়ের বই হোক, না পড়ে কোথাও যাই না। তাই এখনও সারাদিন পরিশ্রমের পরেও রাতে বাড়িতে গিয়ে বই পড়ি, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে।’’

   
Advertisements

বাংলা সিনেমার সাম্প্রতিক ফেলুদা সিরিজ করে জনপ্রিয় আবিরও বলেছেন, ‘‘বই দেখলেই এখনও ছোটবেলার মতোই শিহরিত হই। তাই এখানে আমন্ত্রণ পেয়ে না এসে থাকতে পারিনি।’’ দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল বলেছেন, ‘‘আমাদের এই বই তরণী চলবে ৬ জুলাই পর্যন্ত, সকাল ১০টা থেকে রাত ৮টা। সকলেই আমন্ত্রণ। দেখতে পারবেন সাম্প্রতিক লেখক-লেখিকারাও কী সুন্দর করে নিজেদের সৃষ্টি দেখিয়েছেন। তবে দেবারতির সব বই হিট, দারুণ চলছে।’’