Xmas Cake: বড়দিনে বানান চকো ফাজ ব্রাউনি, রেসিপি দেখে নিন

সামনেই বড়দিন। এই সময়ে মনটা কেম যেন কেক কেক (Xmas Cake).করে। রেস্তরাঁয় গেলেই শেষপাতে চকো ফাজ ব্রাউনি চাই-ই-চাই। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে…

choco fudge brownie

short-samachar

সামনেই বড়দিন। এই সময়ে মনটা কেম যেন কেক কেক (Xmas Cake).করে। রেস্তরাঁয় গেলেই শেষপাতে চকো ফাজ ব্রাউনি চাই-ই-চাই। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ব্রাউনি। বড়দিনে বাড়িতে অতিথি এলে গরম গরম চকো ফাজ ব্রাউনি পরিবেশন করলে মন্দ হবে না। কী ভাবে বানাবেন, রইল রেসিপি।

   

উপকরণ:

মাখন: ১ কাপ, চিনি: ১ কাপ, ময়দা: ১ কাপ, ভ্যানিলা এসেন্স: ১ টেবিল চামচ, কোকো পাউডার: আধ কাপ, দুধ: ১ কাপ, ডার্ক চকোলেট: দেড় কাপ, আখরোট: ১ কাপ, চকো চিপ্‌স: আধ কাপ

প্রণালী:

একটি পাত্রে মাখন আর ডার্ক চকোলেট নিয়ে মাইক্রোওয়েভ অভেনে গলিয়ে নিন। এ বার মিশ্রণটির মধ্যে ময়দা, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স ভাল করে মিশিয়ে দিন। গুঁড়ো চিনি আর দুধ মেশান। সব উপকরণ একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। আখরোট কুচি দিন। অভেনটি ১০ মিনিট প্রি-হিট করে রাখুন। বেকিংয়ের ট্রেতে ভাল করে মাখন ও ময়দা দিয়ে গ্রিজ করে নিন অথবা বাটার পেপার লাগান। ব্রাউনির মিশ্রণটি পাত্রে ঢেলে দিন। উপর থেকে ছড়িয়ে দিন চকো চিপ্‌স। এ বার ২০-২৫ মিনিটের জন্য বেক করুন। ব্রাউনি বেক করা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে চৌকো চৌকো করে কেটে নিন। পরিবেশন করার সময়ে অভেনে ৩০ সেকেন্ড গরম করে উপর ভ্যানিলা আইসক্রিম ছড়িয়ে পরিবেশন করুন চকো ফাজ ব্রাউনি।