টবে গাছ পুতে তাতে ফুল ফোটানোর করণীয় কি 

আজকাল প্রায় সকল বাড়িতেই দেখতে পাওয়া যায় টবে গাছ চাষ করা। যত দিন দিন মানুষের সমাজ উন্নত হচ্ছে তত ভূমি থেকে গাছ কেটে ফেলে বাড়িঘর…

আজকাল প্রায় সকল বাড়িতেই দেখতে পাওয়া যায় টবে গাছ চাষ করা। যত দিন দিন মানুষের সমাজ উন্নত হচ্ছে তত ভূমি থেকে গাছ কেটে ফেলে বাড়িঘর তৈরি করে ফেলা হচ্ছে। কিন্তু গাছের জন্যই তো আমরা বেঁচে আছি। তাই গাছকে তো কোথাও লাগাতেই হবে। তাই শহরাঞ্চলে আজকাল বেশিরভাগই দেখতে পাওয়া যায় ছাদের ওপর টবে নানারকম গাছ চাষ করা। তার মধ্যে অনেকেই পছন্দ করে রকমারি ফুলের গাছ লাগানো। কিন্তু আপনি গাছ তো লাগিয়ে ফেললেন তাতে ফুল কেন হচ্ছে না!
তাহলে আজ দেখে নেওয়া যাক টবে গাছ লাগানোর পরে ফুল ফোটাবেন কি করে?

১.গোলাপ গাছে ফুল পেতে চাইলে গাছসহ টব রোদে রাখার বিকল্প নেই। প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা রোদ পেলে মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে গাছ।
২.বড় ফুল পেতে চাইলে প্রুনিং বা নিয়মিত ছেঁটে দিতে হবে গাছ। ফুল মরে যাওয়ার পর নিচ থেকে কেটে নিন। এছাড়া বেড়ে ওঠা ডালগুলোও নিয়মিত ছেঁটে দেবেন। এতে ঐ অংশে নতুন করে গজানো ডাল অনেক বেশি মজবুত হবে, ফুলও বড় হবে।
৩.গাছের গোড়ায় আগাছা জন্মালে সেগুলো উঠিয়ে ফেলবেন। গাছের মূল ডালের গোড়ায় নতুন পাতা গজালে সেটাও কেটে ফেলবেন। এতে গাছ পুষ্টি পাবে ঠিকঠাক।

৪.গোলাপ গাছের জন্য সার খুবই জরুরি। গোবর সার, জৈব সার কিংবা ভার্মি কমপোস্ট সার ব্যবহার করতে পারেন টবে। ১২ ইঞ্চি টবের জন্য ১২৫ গ্রামের মতো সার ব্যবহার করুন মাসে দুইবার।
৫. ব্যবহৃত চা পাতা রোদে শুকিয়ে ১০ দিনের একবার গাছের গোড়ায় দিয়ে দিন। ৪ থেকে ৫ চা চামচ দেবেন। বেশি ফুল পাবেন গাছে।
৬.কলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছে দিলেও উপকার পাবেন। চাইলে জলেতে কয়েকদিন কলার খোসা ভিজিয়ে রেখে সেই জলও গাছের গোড়ায় দিতে পারেন।
৭.১ লিটার জলেতে ১ চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন মাঝে মাঝে। পোকার আক্রমণ কমবে।