Vaifota: ভাইফোঁটা পালনের আসল রহস্যটা কি?

” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা” আজ ভাতৃদ্বিতীয়া(vaifota)। মূলত আজকের দিনটার জন্য বাঙালি ঘরের সকল ভাই বোনেরা অপেক্ষা করে থাকে। প্রাথমিকভাবে বলা…

” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা” আজ ভাতৃদ্বিতীয়া(vaifota)। মূলত আজকের দিনটার জন্য বাঙালি ঘরের সকল ভাই বোনেরা অপেক্ষা করে থাকে। প্রাথমিকভাবে বলা যেতে পারে, এই দিনটাতে মূলত ভাই-বোনেরা তাদের সম্পর্কের ঝালাই করে নেয়। মূলত বাঙালি ঘরের বোনেরা ভাইফোঁটা পালন করে থাকে তাদের ভাই কিংবা দাদাদের দীর্ঘায়ু ও মঙ্গলকামনা করে যমের দুয়ারে ফোঁটা দিয়ে থাকে। এই সকল নিয়ম কানুন এর পাশাপাশি বাঙালির অনুষ্ঠান মাত্রই খাওয়া-দাওয়া অনুষ্ঠানের তালিকায় থাকবে অনিবার্য।

ভাই কিংবা দাদাকে ফোটা দেওয়ার সময় বিজোড় সংখ্যার মিষ্টান্ন সহযোগে ফোটা দেওয়া হয়। কালের নিয়মে অনেক কিছু বদলালেও এই নিয়ম রয়েছে অপরিবর্তিত। সঙ্গে ভাইবোনেদের উপহার আদান-প্রদান যেন এক খুনসুটি সম্পর্কের দৃষ্টান্ত। এই উৎসবের আর একটি নাম হল যমদ্বিতীয়া। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধর্ম ও মৃত্যুর দেবতা যম তার বন যমুনা বা যমির ঘরে নিমন্ত্রণ রক্ষা করতে যান কার্তিক মাসে। যমুনা এই মাসে দ্বিতীয় তিথির শুভক্ষণে ভাই অর্থাৎ যমের কপালে তিলক লাগিয়ে আরতী করে আমন্ত্রণ জানান। যত্ন করে তাকে বেঁধে বেরে খাওয়ান। যম খুশি হয়ে তাকে আশীর্বাদ করে এবং এই শুভদিনে যারা বোনের হাত থেকে ফোটা নেবে তারা নড়ক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে।