বাজারে বা মলে গিয়েছেন, দেখছেন সাজানো রয়েছে সব তরতাজা ফল। ফলের গায়ে আবার স্টিকার সাঁটানো। দেখলেই কিনতেই ইচ্ছে করবে। ইচ্ছেকে গুরুত্ব দিয়ে কিনেও ফেললেন কয়েকটা। বাড়িতে এসে ফলের গায়ে সাঁটানো স্টিকারে নজর করতেই দেখছেন তুলনায় বড় বড় কয়েকটা নম্বর লেখা। কেন লেখা এগুলো? জানেন ওইসব স্টিকার ও তাতে যা লেখা রয়েছে তার অর্থ?
আসলে ফলের গায়ে সাঁটানো ওইসব স্টিকার ও তাতে লেখা নম্বরগুলোর বিশেষ অর্থ রয়েছে। ফলের স্টিকারের নম্বরগুলো ফলের গুণমান বোঝাতে ব্যবহার করা হয়। স্টিকারে কত সংখ্যার এবং কোন সংখ্যা দিয়ে তা শুরু তা দেখে বোঝা যায় ফলের গুণমান।
Anti Tanning Pack: গরমের কারণে আপনার মুখ কি ট্যান হয়ে যাচ্ছে? এই ঘরোয়া উপায় মেনে চলুন তবে
যেমন, যদি একটি ফলের স্টিকারে ৫ অঙ্কের সংখ্যা লেখা থাকে, তাহলে তার অর্থ ফলটি জৈবভাবে পাকা বা অরগ্যানিক। আবার সেখানে যদি ৪ অঙ্কের সংখ্যা বিশিষ্ট ফলটি নেন তবে তার অর্থ সেটি রাসায়নিক ও ওষুধ ব্যবহার করে পাকানো হয়েছে।
ফলের স্টিকারের ৫ অঙ্কের নম্বর যদি ৯ দিয়ে শুরু হয়, তাহলে এই কোডের অর্থ হল এই ফলটি জৈবভাবে বাড়ানো হয়েছে। এই ফলটি আপনার স্বাস্থ্যের জন্য অপেক্ষাকৃত বেশি উপকারী প্রমাণিত হতে পারে।
শীতের মরসুমে ২৯টি দুর্দান্ত ট্যুর প্যাকেজ নিয়ে এল IRCTC
স্টিকারের ৫ অঙ্কের নম্বর যদি ৮ দিয়ে শুরু হয়, অর্থাৎ ধরুন ফলের কোড ৮০৫২১, তাহলে বুঝবেন এই ফলটি জেনেটিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি একটি নন-অর্গানিক ফল।
কিছু ফলের গায়ে আবার মাত্র ৪ অঙ্কের সংখ্যা লেখা থাকে। তার মানে কীটনাশক ও রাসায়নিক যোগ করে এই ধরণের ফল পাকানো হয়। এই ফলগুলি জৈব ফলের তুলনায় সস্তা এবং কম উপকারী। এই ফল আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে।