Rakhi Outfit: রাখীতে কী পরবেন? জেনে নিন রাখী স্পেশাল পোশাক সম্পর্কে

Rakhi Outfit: আর মাত্র দুদিন পরেই রাখী বন্ধন উৎসব। এ বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে তাদের মঙ্গল কামনা করেন। এবং ভাইয়েরাও বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

Explore Special Rakhi Clothing Ideas

Rakhi Outfit: আর মাত্র দুদিন পরেই রাখী বন্ধন উৎসব। এ বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে তাদের মঙ্গল কামনা করেন। এবং ভাইয়েরাও বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। রাখী পূর্ণিমার আগে থেকেই চলে জোর কদমে কেনাকাটা। তবে রাখীর দিনে ভাই হোক বা বোন দুজনেরই দরকার সুন্দর আউট ফিট। যেই পোশাকে এই বিশেষ দিনটি আরো বেশি সুন্দর হয়ে উঠবে। তাই এবার আর না ভেবে কিনে নিন বেশ কয়েকটি ডিজাইনার পোশাক।

এর সঙ্গেই আপনি আপনার ভাই বা বোনকে সুন্দর পোশাক উপহারে দিতে পারেন। বোনেরা সকালে সালোয়ার পরতে পারেন। বা সকালে আপনি সুতির উপরে একটি লং চুড়িদার পরতে পারেন। সঙ্গে একটি সুতোর কাজ করা ওড়না নিতে পারেন।

   

এবার যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য আছে বেশ কয়েকটি কালেকসন। আপনি সকালে একটি হ্যান্ডলুম শাড়ির সঙ্গে কিছু অক্সিডাইসের গয়না দিয়ে নিজেকে সাজিয়ে তুলুন। অথবা আপনি তসরের শাড়িও পরতে পারেন।

অন্যদিকে রয়েছে ভাইয়েরা। অনুষ্ঠানের দিনে বাঙালি ছেলেদের বিশেষ পোশাক হলো পাঞ্জাবী। তাই আপনি একটি সুতির উপরে ফেব্রিকের কাজ করা পাঞ্জাবির পরতে পারেন। সঙ্গে সাদা রঙের পাজামা। এছাড়াও আপনি ডিজাইনার ধুতির সঙ্গে ঢাকাই পাঞ্জাবি পরতে পারেন।