রাতে ঘুমের ঘোরে হাত পা নাড়তে পারছেন না! স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত নন তো!

আমাদের মস্তিষ্ক সচল থাকে এবং আমাদের জ্ঞানও থাকে কিন্তু হাত-পা নাড়াচাড়া করতে পারা যায় না কোন ভাবেই। চলতি ভাষায় এই ধরনের রোগকে বোবায় ধরা বললেও চিকিৎসকদের মতে একে বলা হয় স্লিপ প্যারালাইসিস।

Possible Causes of Limb Immobility While Sleeping

সারাদিনে হারভাঙ্গা খাটনি পর আমাদের সকলেরই রাতে বেশ ভালই ঘুম হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে রাতে ঘুম ভেঙে হঠাৎ করেই শরীর অসার হয়ে পড়ে। মূলত আমাদের মস্তিষ্ক সচল থাকে এবং আমাদের জ্ঞানও থাকে কিন্তু হাত-পা নাড়াচাড়া করতে পারা যায় না কোন ভাবেই। চলতি ভাষায় এই ধরনের রোগকে বোবায় ধরা বললেও চিকিৎসকদের মতে একে বলা হয় স্লিপ প্যারালাইসিস।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের খুব কম সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত। তবে এই রোগ যে প্রতিদিন হবে তার কোন সম্ভাবনা নেই অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মাঝেমধ্যে খুব অল্প সময়ের জন্য স্লিপ প্যারালাইসিস হয়ে থাকে। সামান্য কিছুক্ষণ পরে শরীর নিজে থেকেই সচল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ভয় পান সাধারণ মানুষ।

   

সাধারণত প্রচন্ড পরিমাণে মানসিক চাপ থেকে এই ধরনের রোগ দেখা যায়। যখন বোবায় ধরে তখন মনে হয় আপনাকে যেন কোন ব্যক্তি চেপে ধরে রেখেছে। কোনভাবেই আপনি নাড়াচড়া করতে পারছেন না একই সাথে শ্বাস নিতে অসুবিধা হয় এবং আমাদের রক্তচাপ বেড়ে যায় ফলে শরীর থেকে অনবরত ঘাম বেরোতে শুরু করে।

চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগ হল মূলত স্নায়ু সংক্রান্ত। তাদের মতে, অনেক সময় ঘুমের ঘোরে আমরা হঠাৎ করে নড়ে উঠি। মনে হয় যেন কোনো জায়গা থেকে পড়ে গেলাম এই ভয়ঙ্কর অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রে যারা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হন তাদের মধ্যেই দেখা যায়। যদিও এই রোগে এখনো পর্যন্ত কারোর মৃত্যুর খবর প্রকাশ্যে আসেনি।