Travel: বর্ষার মরশুমে ঘুরে আসুন, মুঘল সম্রাটের প্রিয় বর্ষা যাপনের জায়গায়

মহেশ্বর থেকে পাহারের ওপরে মান্ডু মাত্র ৪৫ কিলোমিটার। বিন্ধ্যা পর্বতের বুকে রোম্যান্টিক স্পট মন্ডু (mandu)। মুঘল সম্রাটের প্রিয় বর্ষা যাপনের জায়গা। সম্রাট জাহাঙ্গীর মান্ডুর নামকরণ…

mandu

মহেশ্বর থেকে পাহারের ওপরে মান্ডু মাত্র ৪৫ কিলোমিটার। বিন্ধ্যা পর্বতের বুকে রোম্যান্টিক স্পট মন্ডু (mandu)। মুঘল সম্রাটের প্রিয় বর্ষা যাপনের জায়গা। সম্রাট জাহাঙ্গীর মান্ডুর নামকরণ করেন আনন্দনগরী। বাজবাহাদুর ও রূপমতীর প্রেমকাহিনি ইতিহাসে মান্ডুকে অমর করে রেখেছে। খাজুরাহোর মতো নানা ভাগে বিভক্ত মান্ডুর প্রধান দেখার জায়গাগুলি। তবে সবই কাছাকাছি ও সুবিন্যস্ত।

কী কী দেখবেন:
সেন্ট্রাল গ্রুপে মূল দেখার জায়গাগুলি হল- আসরফি মহল, জামা মসজিদ ও হোসেন সাহের সমাধি। রয়্যাল এনক্লেভে প্রধান দর্শনীয় স্থান জাহাজমহল। পূর্নিমার রাতে জাহাজমহলের সৌন্দর্য অসাধারণ। এছাড়াও দেখবেন হিন্দোল মহল, চম্পা বাউড়ি, মকবরা, জলমহল ইত্যাদি। রেওয়া কুন্ডু গ্রুপে রয়েছে রূপমতী প্যাভেলিয়ন ও রাজবাহাদুরের প্রসাদ। স্থাপত্যকীর্তির মতো মনোরম মন্ডুর প্রকৃতি। এছাড়া বিন্ধ্য পর্বতের সানসেট পয়েন্ট। যেখানেই থাকুন বিকালে এখানে হাজির হতে হবে।

   

কোথায় থাকবেন:
মধ্যপ্রদেশের পর্যটনের হোটেল মালওয়া রিসর্ট ( ০৭২৯২-২৬৩২৩৫) ৩,৮৮২ টাকা থেকে। মালওয়া রিট্রিট ( ০৭২৯২-২৬৩২১ ) ভাড়া ১,৭৮০ টাকা।

খাওয়া দাওয়া:
বাওবাব জুস আর নিম্বু পানি এখানে বেশ জনপ্রিয়।