Indian Railways: ভোটের আগে ভাড়া কমছে রেলের

সামনেই লোকসভা নির্বাচন। এই আবহে যাত্রীদের বড় উপহার দিল রেল (Indian Railways)। সেই সময়ে করোনাকালে বেড়ে যাওয়া ভাড়া কমাল রেল। কমল অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের…

Indian Railways

সামনেই লোকসভা নির্বাচন। এই আবহে যাত্রীদের বড় উপহার দিল রেল (Indian Railways)। সেই সময়ে করোনাকালে বেড়ে যাওয়া ভাড়া কমাল রেল। কমল অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের (Train Ticket) দাম। একটু-আধটু নয় ভাড়া কমেছে ৪০ থেকে ৫০ শতাংশ।

করোনাকালে ট্রেনের যাত্রীসংখ্যা কমাতে প্যাসেঞ্জার ট্রেনের দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত সাধারণ কামরার টিকিটের দাম এক্সপ্রেসের ভাড়ার মতো করে দিয়েছিল। প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার এক্সপ্রেস নাম দিয়ে ভাড়া বাড়ায়। একই ভাবে মেমু এবং ডেমু এক্সপ্রেসও চালু করা হয়। সর্বনিম্ন টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। করোনাকাল শেষ হয়ে গেলেও সেই ভাড়া একই থেকে যায়। সেটাই কমিয়ে আবার করোনাকালের আগের মতো ভাড়া করা হয়েছে। মধ্যরেল সম্প্রতি প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করেছে।

Advertisements

এদিকে কোভিড পরবর্তী পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় আর ফেরানো হয়নি রেলের তরফ থেকে। অনেকেই মনে করেছিলেন, লোকসভা নির্বাচনকে (Lok Sabha) সামনে রেখে হয়ত প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের ছাড় ফের চালু করতে পারে রেল। তবে রেল জানিয়ে দিয়েছে, এখনই প্রবীণ নাগরিকদের ছাড় ফেরানোর বিষয়ে ভাবছে না তারা।